কবে ছন্দে ফিরবে কলকাতা ময়দান! ক্রীড়া সংস্থাগুলির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

সেই গাইডলাইনে উল্লেখ থাকবে কীভাবে করোনা পরিস্থিতি মোকাবিলা করে ময়দানকে ছন্দে ফেরানো সম্ভব! 

Updated By: Jun 12, 2020, 10:46 PM IST
কবে ছন্দে ফিরবে কলকাতা ময়দান! ক্রীড়া সংস্থাগুলির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি - করোনার জন্য লকডাউন। আর তার প্রত্যক্ষ প্রভাব পড়ছে ময়দানে। প্রায় আড়াই মাস ধরে ময়দান বন্ধ। এই অচল অবস্থা কাটিয়ে কবে ছন্দে ফিরবে ময়দান! তার রূপরেখা তৈরি করতে শুক্রবার বিকেলে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠক করেন রাজ্যের ১৭ টি ক্রীড়া সংস্থা। প্রতিটি রাজ্য সংস্থার মতামত শোনা হয়। সবার মতামত শোনার পর ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস আইএফএ, সিএবি এবং বেঙ্গল অলিম্পিক অ্যাসোশিয়েসনকে একটা গাইডলাইন তৈরি করতে নির্দেশ দেন। 

আরও পড়ুন- করোনার পর এবার আমফান মোকাবিলায় ময়দানে মহারাজ

সেই গাইডলাইনে উল্লেখ থাকবে কীভাবে করোনা পরিস্থিতি মোকাবিলা করে ময়দানকে ছন্দে ফেরানো সম্ভব! এই তিনটি সংস্থার গাইডলাইন এবং রাজ্য সরকারের কিছু নির্দেশিকা নিয়ে আগামী জুলাই মাসে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস আবার বৈঠকে বসবেন রাজ্য ক্রীড়া সংস্থাগুলোর সঙ্গে। AIFF, BCCI সহ প্রতি ফেডারেশন তাদের বার্ষিক ক্রীড়া ক্যালেন্ডার তৈরি না করলে রাজ্য ক্রীড়া সংস্থাগুলোর পক্ষে তাদের সারা বছরের ক্যালেন্ডার তৈরি করা সম্ভব নয়। তাই একমাস সময় নিয়ে পরবর্তী বৈঠক ডাকা হয়েছে। জুন মাসে ময়দানে বল গড়ানো সম্ভাবনা নেই। জুলাই মাসে কী সিদ্ধান্ত নেয় সরকার সেইদিকে তাকিয়ে রাজ্যের ক্রীড়া সংস্থাগুলো।

.