করোনার পর এবার আমফান মোকাবিলায় ময়দানে মহারাজ

বিধ্বংসী ঝড়ে কলকাতাসহ দুই ২৪ পরগণা, মেদিনীপুর আর সুন্দরবন এলাকার বহু মানুষের ঘর বাড়ি ভেঙে গিয়েছে।

Updated By: Jun 12, 2020, 08:11 PM IST
করোনার পর এবার আমফান মোকাবিলায় ময়দানে মহারাজ

নিজস্ব প্রতিবেদন: করোনা মোকাবিলায় আগেই আসরে নেমেছিলেন মহারাজ। এবার আমফান মোকাবিলায় ফের ময়দানে নেমে পড়লেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।

একদিকে করোনা সঙ্গে আমফান। জোড়া ধাক্কায় বিধ্বস্ত বাংলা। এই পরিস্থিতিতে দুর্গতদের সাহায্যে এগিয়ে এলেন মহারাজ। আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন সৌরভ গাঙ্গুলি। বিধ্বংসী ঝড়ে কলকাতাসহ দুই ২৪ পরগণা, মেদিনীপুর আর সুন্দরবন এলাকার বহু মানুষের ঘর বাড়ি ভেঙে গিয়েছে। সেইসব ক্ষতিগ্রস্ত পরিবারদের সাহায্য করতে এগিয়ে এল সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন।

একটি বেসরকারি মোবাইল সংস্থার সঙ্গে সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন যৌথ উদ্যোগে কলকাতাসহ দুই ২৪ পরগণা, মেদিনীপুর এবং সুন্দরবন এলাকার আমফান বিধ্বস্ত দশ হাজার পরিবারকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল।

আরও পড়ুন - করোনার জেরে শ্রীলঙ্কার পর এবার বাতিল হল টিম ইন্ডিয়ার এই সফরও!

.