আইপিএল নিয়ে বিরাট বার্তা দিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী

আসলে শেষ পর্যন্ত আইপিএল হলে টিভি-সম্প্রচারের টাকা পাবে বোর্ড ..

Edited By: সুখেন্দু সরকার | Updated By: May 24, 2020, 12:47 PM IST
আইপিএল নিয়ে বিরাট বার্তা দিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী

নিজস্ব প্রতিবেদন:  করোনা পরবর্তী সময়ে ভারতে খেলাধূলা হলে তা বন্ধ দরজার আড়ালে হবে। অদূর ভবিষ্যতে ভারতে কোনও আন্তর্জাতিক টুর্নামেন্ট হওয়ার সম্ভাবনা নেই। এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু। তাই আইপিএল -এর নাম না করলেও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কথায় একটা বিষয় স্পষ্ট আইপিএল হলেও তা হবে ক্লোজড ডোর।

লকডাউনের মাঝে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু সাফ জানিয়ে দেন, "একটা স্পোর্টিং ইভেন্টের জন্য আমরা মানুষের স্বাস্থ্য নিয়ে ঝুঁকি নিতে পারি না।" তিনি আরও বলেন, "খেলা কীভাবে শুরু করা যায় সেটা নিয়ে আমরা বেশ কিছু দিন ধরেই ভাবনাচিন্তা করছি। তবে খেলা শুরু করার আগে প্র্যাকটিসের ব্যবস্থা করতে হবে। তবে এই ধরণের পরিস্থিতিতে খুব তাড়াতাড়ি কোনও টুর্নামেন্ট শুরু করা যাবে না।"

 

তবে আইপিএল ক্লোজড ডোরের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিচ্ছে না বোর্ডও। আসলে শেষ পর্যন্ত আইপিএল হলে টিভি-সম্প্রচারের টাকা পাবে বোর্ড, সে যতই দর্শকশূন্য গ্যালারিতে হোক না কেন!

 

আরও পড়ুন - ক্রিকেটারদের টুপি, শোয়েটার আর হাতে নেবেন না আম্পায়াররা!

 

.