অত্যধিক নারী সঙ্গই কাল হল শ্রীসন্থদের!

আজ দফায় দফায় জেরা করা হয় শ্রীসন্থ সহ স্পট ফিক্সিংয়ে অভিযুক্ত অন্য দুই ক্রিকেটারকে। সেখান থেকে উঠে আসে চাঞ্চল্যকর সব তথ্য। বুকিরা টোপ হিসাবে ব্যবহার করত মেয়েদের। জেরায় নিজের ভুল স্বীকার করেন অঙ্কিত চহ্বাণ। ক্রিকেটার বুকি অমিত সিং ছিলেন ট্যালেন্ট স্পটার। দিল্লি পুলিস সূত্রের খবর নিজের দোষ কবুল করেছেন শ্রীসন্থ। যদিও শ্রীসন্থদের আইনজীবী সেই দাবি উড়িয়ে দিয়েছেন।

Updated By: May 18, 2013, 09:39 PM IST

অত্যধিক নারী সঙ্গই কাল হল শ্রীসন্থদের। স্পট ফিক্সংয়ের তদন্তে নেমে এমনই মনে করছে পুলিস। অনেকেই বলছেন অত্যধিক নারী সঙ্গের অভ্যাসই কাল হল শ্রীসন্থদের।
আজ দফায় দফায় জেরা করা হয় শ্রীসন্থ সহ স্পট ফিক্সিংয়ে অভিযুক্ত অন্য দুই ক্রিকেটারকে। সেখান থেকে উঠে আসে চাঞ্চল্যকর সব তথ্য। বুকিরা টোপ হিসাবে ব্যবহার করত মেয়েদের। জেরায় নিজের ভুল স্বীকার করেন অঙ্কিত চহ্বাণ। ক্রিকেটার বুকি অমিত সিং ছিলেন ট্যালেন্ট স্পটার। দিল্লি পুলিস সূত্রের খবর নিজের দোষ কবুল করেছেন শ্রীসন্থ। যদিও শ্রীসন্থদের আইনজীবী সেই দাবি উড়িয়ে দিয়েছেন।
তাঁর দাবি ভুল করে গ্রেফতার করা হয়েছে শ্রীসন্থকে। তাঁকে ফাঁসিয়েছেন জিজু জনার্দন। তামিলনাড়ুতেও অভিযান চালানো হয়। প্রশ্ন উঠছে,তাহলে কি পঞ্চম আইপিএলেও বেশ কিছু ম্যাচে ফিক্সিং হয়েছিল। ক্রিকেটারদের জেরা করে আরও দুই ক্রিকেটারের নাম পেয়েছে দিল্লি পুলিস। নাম জড়িয়েছে ব্র্যাড হজ আর অজিঙ্কা রাহানের। স্পট ফিক্সিং বিতর্ক নিয়ে রবিবার চেন্নাইয়ে জরুরি ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

.