IPL 2020: ব্যাটে-বলে দুরন্ত হোল্ডার, কোয়ালিফায়ারে হায়দরাবাদ; বিদায় বিরাটদের

১৩ টা আইপিএল হয়ে গেল তবু ট্রফি জেতা হল না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Nov 6, 2020, 11:34 PM IST
IPL 2020: ব্যাটে-বলে দুরন্ত হোল্ডার, কোয়ালিফায়ারে হায়দরাবাদ; বিদায় বিরাটদের
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন: ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স জেসন হোল্ডারের। আর তাতেই আইপিএল থেকে বিরাটদের বিদায়। আবু ধাবিতে এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৬ উইকেটে হারিয়ে কোয়ালিফায়ারে পৌঁছে গেল সানরাইজার্স হায়দরাবাদ।

টস জিতে এদিন অবশ্য প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। শুরু থেকেই বিধ্বংসী মেজাজে বল হাতে দেখা যায় ক্যারিবিয়ান পেসার জেসন হোল্ডার। বিরাট কোহলি (৬) দেবদত্ত পাডিক্কল (১) দু'জনকেই সাজঘরের পথ দেখান হোল্ডার। অ্যারন ফিঞ্চ আর এবি ডিভিলিয়ার্স জুটি ব্যাঙ্গালোরকে টেনে তোলে। ৩২ রানে ফিরে যান ফিঞ্চ। ৫৬ রান করেন এবি ডিভিলিয়ার্স। শেষ পর্যন্ত কুড়ি ওভারে ৭ উইকেটে হারিয়ে ১৩১ রান তোলে আরসিবি। তিন উইকেট নেন হোল্ডার। ২টি উইকেট নেন নটরাজন।

১৩২ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ওয়ার্নার আর শ্রীবত্স গোস্বামীকে সাজঘরের পথ দেখিয়ে হায়দরাবাদ শিবিরে আঘাত হানেন মহম্মদ সিরাজ। মনীশ পান্ডে ২৪ রানে ফিরে যান। কিন্তু কেন উইলিয়ামসন আর জেসন হোল্ডার জুটি শেষ পর্যন্ত হায়দরাবাদকে কোয়ালিফায়ারে পৌঁছে দেয়। দু বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় সানরাইজার্স। ৪৪ বলে ৫০ রানে অপরাজিত থাকেন উইলিয়ামসন। আর ২৪ নটআউট হোল্ডার। রবিবার দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে হায়দরাবাদ। ১৩ টা আইপিএল হয়ে গেল তবু ট্রফি জেতা হল না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের।

 

আরও পড়ুন-  "ও কোনও দিন ধোনি হতে পারবে না!" গম্ভীরের মন্তব্যে হইচই  

.