মুম্বইয়ের ধারাবাহিক হার!
ঘরের মাঠে হায়দরাবাদের বিরুদ্ধে ৩১ রানে হারের পর মুম্বই অধিনায়ক বলছেন, "ভুল শট খেলে উইকেট দিয়েছি আমরা। তারই খেসারত দিতে হচ্ছে।"
নিজস্ব প্রতিবেদন: বোলিংয়ে সফল হয়েও ব্যাটিংয়ে ডাহা ফেল রোহিতের মুম্বই। মঙ্গলবার ওয়াংখেড়েতে হায়দরাবাদের বিরুদ্ধে ১১৯ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছতে গিয়ে কোমর ভাঙল গতবারের আইপিএল চ্যাম্পিয়নদের।
Woke up to this shock. Fantastic Bowling by SRH Team #SRHvMI pic.twitter.com/27Lio0dhXS
— Vamsi Kaka (@vamsikaka) April 25, 2018
রান তাড়া করতে নেমে সূর্যকুমার যাদব এবং ক্রুণাল ছাড়া দুই অঙ্কই ছুঁতে পারল না মুম্বইয়ের ব্যাটসম্যানরা। এই ম্যাচে রান পাননি ঈশান কিষণও। হায়দরাবাদের বোলারদের সামনে কার্যত আত্মসমর্পণ করেছেন রোহিতের মতো মহারথীও। জাদু দেখাতে পারেননি হার্দিকও। আর দুই ক্যারিবিয়ান তারকা এভিন লুইস এবং কাইরন পোলার্ডও ব্যাটিংয়ে ডাহা ফেল।
আরও পড়ুন- 'রেকর্ড ভাঙলে শ্যাম্পেন ভাগাভাগি করে নেব' বিরাটকে প্রতিশ্রুতি সচিনের
ঘরের মাঠে হায়দরাবাদের বিরুদ্ধে ৩১ রানে হারের পর মুম্বই অধিনায়ক বলছেন, "ভুল শট খেলে উইকেট দিয়েছি আমরা। তারই খেসারত দিতে হচ্ছে।" একই সঙ্গে উইলিয়ামসনের দলের স্পিনারদেরও কৃতিত্ব দিয়েছেন রোহিত শর্মা।
আরও পড়ুন- বিশ্বকাপের সূচি বদল, পিছল ভারতের ম্যাচ
The bowlers were clinical but our batsmen let us down as SRH win by 31 runs at the Wankhede Stadium. Here's the match report - https://t.co/f6IadDZBFg#CricketMeriJaan #MumbaiIndians #MIvSRH pic.twitter.com/QZPftcroI0
— Mumbai Indians (@mipaltan) April 24, 2018