ভারতকে হাসতে হাসতেই হারাল শ্রীলঙ্কা
জয়ের নায়ক শ্রীলঙ্কার বাঁ হাতি ব্যাটসম্যান কুশল পেরেরা। ৩৭ বলে ৬৬ রানের ইনিংস, যার মধ্যে ছিল ৪ টি ছয় আর ৬টি চার।
নিজস্ব প্রতিবেদন: কলম্বোয় রান তাড়া করে জেতা সহজ হবে। সেই পরিকল্পনা করেই ভারতের বিরুদ্ধে ঘুঁটি সাজিয়ে সাফল্য পেল শ্রীলঙ্কা। নিদহাস ট্রফির উদ্বোধনী ম্যাচে ১৭৫ রানের লক্ষ্যমাত্রায় খুব সহজেই পৌঁছে গেল দীনেশ চান্দিমলের দল। জয়ের নায়ক শ্রীলঙ্কার বাঁ হাতি ব্যাটসম্যান কুশল পেরেরা। ৩৭ বলে ৬৬ রানের ইনিংস, যার মধ্যে ছিল ৪ টি ছয় আর ৬টি চার।
আরও পড়ুন- কলম্বোয় ধাওয়ান ধামাকা, শ্রীলঙ্কার সামনে ১৭৫ রানের লক্ষ্যমাত্রা রাখল ভারত
Sri Lanka beat India by 5 wickets and won the 1st T20I of #HeroNidahasTrophy. SL 175/5 (18.3 Ovs) Kusal Perera 66, Thisara Perera 22*, Danushka Gunathilaka 19 v IND 174/5 #SLvIND pic.twitter.com/EIztkDpx07
— Sri Lanka Cricket (@OfficialSLC) March 6, 2018
With that stumping of Kusal Perera, Dinesh Karthik did brilliantly well. Hasn’t been keeping regularly and with keepers and selectors, we only notice when they make mistakes. Thankless job #SLvIND
— Mohammad Kaif (@MohammadKaif) March 6, 2018
What an amazing performance by srilanka. Great start to the tournament. Kusal perera and @PereraThisara very well played. Keep going. #IndvsSL live
— Lahiru Thirimanna (@thiri66) March 6, 2018