শ্রীলঙ্কার বিরুদ্ধে ঝোড়ো ব্যাটিং বাটলার, রয়ের

দিল্লির ফিরোজ শাহ কোটলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭১ রান তুলল ইংল্যান্ড। এদিন টস জেতেন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠান তিনি। মূলত বাটলার এবং রয়ের দাপটে ভালো রানে পৌঁছয় ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন বাটলার। তিনি অপরাজিত লথাকেন ৩৭ বলে ৬৬ রান করে। রয় করেন ৩৯ বলে ৪২ রান। জো রুট করেন ২৪ বলে ২৫ রান। ইয়ন মর্গান রান আউট হওয়ার আগে করে য়ান ১৬ বলে ২২ রান। শ্রীলঙ্কার হয়ে দুটো উইকেট পান ভান্দারসে। একটি উইকেট পান হেরাথ।

Updated By: Mar 26, 2016, 09:07 PM IST
শ্রীলঙ্কার বিরুদ্ধে ঝোড়ো ব্যাটিং বাটলার, রয়ের

ওয়েব ডেস্ক: দিল্লির ফিরোজ শাহ কোটলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭১ রান তুলল ইংল্যান্ড। এদিন টস জেতেন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠান তিনি। মূলত বাটলার এবং রয়ের দাপটে ভালো রানে পৌঁছয় ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন বাটলার। তিনি অপরাজিত লথাকেন ৩৭ বলে ৬৬ রান করে। রয় করেন ৩৯ বলে ৪২ রান। জো রুট করেন ২৪ বলে ২৫ রান। ইয়ন মর্গান রান আউট হওয়ার আগে করে য়ান ১৬ বলে ২২ রান। শ্রীলঙ্কার হয়ে দুটো উইকেট পান ভান্দারসে। একটি উইকেট পান হেরাথ।

.