রবীন্দ্র সরোবর থাকবে রাজ্য সরকারেরই

রবীন্দ্র সরোবর স্টেডিয়াম রাজ্য ফুটবল সংস্থা বা সর্বভারতীয় ফুটবল সংস্থার হাতে তুলে দেবে না রাজ্য ক্রীড়া দফতর। কারণ সেক্ষেত্রে রাজ্য সরকারের হাতে কোন স্টেডিয়াম থাকবে না বলে মনে করেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। ফিফা সভাপতি ব্লাটারের ভারত সফরের সময় ফেডারেশন সভাপতি প্রফুল্ল প্যাটেল রাজ্যের ক্রীড়ামন্ত্রীকে রবীন্দ্র সরোবর স্টেডিয়াম তাদের হাতে তুলে দেওয়ার অনুরোধ করেছিলেন।

Updated By: Apr 23, 2012, 10:53 PM IST

রবীন্দ্র সরোবর স্টেডিয়াম রাজ্য ফুটবল সংস্থা বা সর্বভারতীয় ফুটবল সংস্থার হাতে তুলে দেবে না রাজ্য ক্রীড়া দফতর। কারণ সেক্ষেত্রে রাজ্য সরকারের হাতে কোন স্টেডিয়াম থাকবে না বলে মনে করেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। ফিফা সভাপতি ব্লাটারের ভারত সফরের সময় ফেডারেশন সভাপতি প্রফুল্ল প্যাটেল রাজ্যের ক্রীড়ামন্ত্রীকে রবীন্দ্র সরোবর স্টেডিয়াম তাদের হাতে তুলে দেওয়ার অনুরোধ করেছিলেন।
ফেডারেশনের আইলিগ কমিটির চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি সজ্জন জিন্দল স্টেডিয়ামের উন্নয়নে বিনিযোগ করতেও রাজি ছিলেন। ফেডারেশন সভাপতি এব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করতে চেয়েছিলেন। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে, রবীন্দ্র সরোবর স্টেডিয়াম রাজ্য ফুটবল সংস্থা বা সর্বভারতীয় ফুটবল সংস্থার হাতে তুলে দেওয়ার পক্ষপাতী নয় রাজ্য ক্রীড়া দফতর।
২০১৭-এ ভারতে যুব বিশ্বকাপ হওযার সম্ভাবনা রয়েছে। তাই ফেডারেশনের পরিকল্পনা ছিল, রবীন্দ্র সরোবর স্টেডিয়ামকে ঢেলে সাজিয়ে, সেখানে আন্তর্জাতিক ম্যাচ করার।

.