Diljit Dosanjh Korbo Lorbo Jeetbo Slogan: কলকাতার কনসার্টে মাতিয়ে দিলেন দিলজিৎ দোসাঞ্জ, তাঁর মুখে শোনা গেল কেকেআর ও শাহরুখ বন্দনাও।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাঞ্জাবি গায়ক হিসেবে দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh) নিজেকে নিয়ে গিয়েছেন আলাদাই উচ্চতায়। তাঁকে গ্লোবাল আইকন হিসেবেই দেখা হয়। উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে দেখেছে গায়ক-অভিনেতা দিলজিতের কামাল। এবার দিলজিৎ Dil-Luminati Tour করছেন নিজের দেশে। বেছে নিয়েছেন ১০ শহর। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত পঞ্জাবপুত্তরের দিল্লি, হায়দরাবাদ, আহমেদাবাদ, লখনউ, পুণে, কলকাতা, বেঙ্গালুরু, ইন্দোর, চণ্ডীগড় ও গুয়াহাটিতে শোয়ের লাইন-আপ। দিলজিৎ শুরু করেছিলেন দেশের রাজধানী দিয়ে। আর দিল্লি মাতিয়ে তিনি কলকাতা কাঁপিয়ে দিলেন।
আরও পড়ুন: পুতুলে লিখে ছেলের নাম জানালেন রোহিত! সংস্কৃত থেকে নেওয়া তিন অক্ষরের অর্থ কী?
গত ২৭ নভেম্বর শহরে পা রেখেছিলেন দিলজিৎ। আর তারপর থেকেই বঙ্গবাসী তাঁর ইনস্টাগ্রাম থেকে চোখ সরাতে পারেননি। কনসার্টের আগেই বাঙালির 'দিল' জিতে নিয়েছিলেন দিলজিৎ। কখনও দিলজিৎ দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে মায়ের আশীর্বাদ নিয়েছেন, তো কখনও ছুটে গিয়েছেন হাওড়ার ফুলের বাজারে। আবার কফিহাউসে গিয়েও কফির কাপে চুমুক দিয়েছেন। শেয়ার করেছেন ছবি ও ভিডিয়ো। দিলজিতের টিম এককথায় দুরন্ত কাজ করেছে।
এই কয়েকদিন কল্ললিনীকে আপন করে নেওয়ায় কোনও খামতি রাখেননি দিলজিৎ অ্যান্ড কোং। গত শনিবার দিলজিৎ অ্যাকোয়াটিকায় যে কনসার্ট করে গিয়েছেন, তার রেশ এখনও অনেকের কাটেনি। আর এই কনসার্টেই দিলজিতের মুখে শোনা গিয়েছে শহরের আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের বন্দনা। তার সঙ্গেই তিনি ভূয়সী প্রশংসা করেছেন দলের মালিক শাহরুখ খানেরও।
দিলজিতের নাইট বন্দনার ক্লিপিংস কেকেআরও তাদের ইনস্টাগ্রামে শেয়ার করেছে। দিলজিতকে বলতে শোনা গিয়েছে, ' করব, লড়ব, জিতব রে। এটা দারুণ ট্য়াগলাইন। কলকাতা নাইট রাইডার্সের তো এটা। খুব মিষ্টি লাইন। বিশেষত শাহরুখ খান স্য়রের টিম, আরি আমি তো স্য়রের ফ্য়ান। এই ট্য়াগলাইন দারুণ মন্ত্রও। আপনি পরিশ্রম করুন, লড়াই করুন, জেতা হারা পরের বিষয়। আমাদের কর্তব্য় ১০০ শতাংশ দেওয়া। আপনি ১০০ শতাংশ পরিশ্রম করলে জেতা ছাড়া আর কোনও বিকল্প থাকে না।' দিলজিত এই ভিডিয়োতে ক্য়াপশন দিয়েছেন, 'ধন্যবাদ কলকাতা, তোমাকে ভালোবাসি, আবার দেখা হবে।', কেকেআর এই ভিডিয়োতে এসে কমেন্ট করেছে, 'আপনি দিল জিতে নিয়েছেন।'
শাহরুখও এই ভিডিয়ো দেখে আর থেমে থাকতে পারেননি। তিনি ভিডিয়ো শেয়ার করে লেখেন, 'সিটি অফ জয়কে আনন্দ দেওয়ার জন্য় ধন্য়বাদ দিলজিৎ দোসাঞ্জ পাজি। আমি নিশ্চিত সকল কেকেআর ফ্য়ান তোমার করব, লড়ব, জিতব রে-র রেফারেন্স ভালোবেসেছে। অল দ্য় বেস্ট। দারুণ ট্য়ুর হোক। ভালোবাসা নিও।' বোঝাই যাচ্ছে কামাল করে দিয়েছেন দিলজিৎ। এবার তাঁর পরের স্টেশন বেঙ্গালুরু।
আরও পড়ুন: BCCI সচিব হিসেবে আছে মাইলস্টোন, এবার ICC-র চেয়ারে বসেও ইতিহাস! রইল জয় শাহের বায়োডেটা
|
NEP
(50 ov) 239/9
|
VS |
UAE
243/6(49.1 ov)
|
| United Arab Emirates beat Nepal by 4 wickets | ||
| Full Scorecard → | ||
|
USA
(50 ov) 292/3
|
VS |
UAE
49(22.1 ov)
|
| USA beat United Arab Emirates by 243 runs | ||
| Full Scorecard → | ||
|
AUS
(20 ov) 186/6
|
VS |
IND
188/5(18.3 ov)
|
| India beat Australia by 5 wickets | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.