আমি একজন গর্বিত ভারতীয়, ইউএস ওপেন মিক্সড ডাবলস খেতাব জয়ের পর মন্তব্য সানিয়ার
শুক্রবার জীবনের তৃতীয় গ্র্যান্ড স্লাম দখল করেছেন সানিয়া মির্জা। ব্রাজিলিয়ান পার্টনার ব্রুনো সোয়ারেসের সঙ্গে ইউএস ওপেনের মিক্সড ডাবলস খেতাব জিতে নিজেকে একজন গর্বিত ভারতীয় বলে ঘোষণা করলেন ভারতের এক নম্বর মহিলা টেনিস তারকা।
নিউ ইয়র্ক: শুক্রবার জীবনের তৃতীয় গ্র্যান্ড স্লাম দখল করেছেন সানিয়া মির্জা। ব্রাজিলিয়ান পার্টনার ব্রুনো সোয়ারেসের সঙ্গে ইউএস ওপেনের মিক্সড ডাবলস খেতাব জিতে নিজেকে একজন গর্বিত ভারতীয় বলে ঘোষণা করলেন ভারতের এক নম্বর মহিলা টেনিস তারকা।
আমেরিকার অ্যাবিগেল স্পেয়ারস ও মেক্সিকোর স্যান্তিয়াগো গনজালেজ কে ৬-১, ২-৬, ১১-৯ হারিয়ে খেতাব জেতেন সানিয়ারা।
সানিয়ার পার্টনার সোয়ারেস ২০১২ সালেও ইউএস ওপেন মিক্সড ডাবলস চ্যাম্পিয়ন ছিলেন।
এক মাস আগেই এক বিজেপির বিধায়ক কে লক্ষ্মণ সানিয়াকে 'পাকিস্তানের পুত্রবধূ' বলে কটাক্ষ করেছিলেন। দাবি করেছিলেন ভারতের প্রতিনিধিত্ব করার কোনও অধিকারই নাকি সানিয়ার নেই। সানিয়াকে তেলেঙ্গানার 'ব্র্যান্ড অ্যাম্বাসাডার' ঘোষণা করার পর তার তীব্র বিরোধিতা করেন উগ্র হিন্দুত্ববাদী এই বিজেপি নেতা।
প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার শোয়েব মালিক সানিয়ার স্বামী। এই বিতর্কের পর একটি টেলিভিশন সাক্ষ্যাৎকারে কান্নায় ভেঙে পড়েন সানিয়া।
ইউএস ওপেন মিক্সড ডাবলস খেতাব জয়ের পর সানিয়ার উক্তি পরোক্ষে কে লক্ষ্মণের মন্তব্যের জবাব বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।