৮ বছর পর স্টুটগার্ট ওপেন চ্যাম্পিয়ন নাদাল
আট বছর পর ফের স্টুটগার্ট ওপেন চ্যাম্পিয়ন হলেন রাফায়েল নাদাল। ফাইনালে ভিক্টর স্টোইকিকে স্ট্রেট সেটে হারিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন হলেন তিনি। এর আগে ২০০৭ সালে স্টুটগার্ট ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন নাদাল। চার বছর পর এই প্রথম গ্রাসকোর্টের ফাইনালে পৌছেই বাজিমাত করলেন তিনি। শেষবার ২০১১ সালে উইম্বলডনের ফাইনালে উঠেছিলেন তিনি। রবিবার ফাইনালে স্বমহিমায় দেখা গেল নাদালকে। এবছরটা ভাল যায়নি নাদালের। ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টা ফাইনাল থেকেও বিদায় নিতে হয়েছিল নাদালকে। কিন্তু ট্রোইকির বিরুদ্ধে সেই দাপুটে নাদালের ঝলক পাওয়া গেল। মাত্র ৮০ মিনিটের মধ্যেই ৭-৬, ৬-৩ ফলে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হন নাদাল।
ব্যুরো: আট বছর পর ফের স্টুটগার্ট ওপেন চ্যাম্পিয়ন হলেন রাফায়েল নাদাল। ফাইনালে ভিক্টর স্টোইকিকে স্ট্রেট সেটে হারিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন হলেন তিনি। এর আগে ২০০৭ সালে স্টুটগার্ট ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন নাদাল। চার বছর পর এই প্রথম গ্রাসকোর্টের ফাইনালে পৌছেই বাজিমাত করলেন তিনি। শেষবার ২০১১ সালে উইম্বলডনের ফাইনালে উঠেছিলেন তিনি। রবিবার ফাইনালে স্বমহিমায় দেখা গেল নাদালকে। এবছরটা ভাল যায়নি নাদালের। ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টা ফাইনাল থেকেও বিদায় নিতে হয়েছিল নাদালকে। কিন্তু ট্রোইকির বিরুদ্ধে সেই দাপুটে নাদালের ঝলক পাওয়া গেল। মাত্র ৮০ মিনিটের মধ্যেই ৭-৬, ৬-৩ ফলে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হন নাদাল।