ভ্যালেন্সিয়াকে হারিয়ে রেকর্ড গড়ল বার্সেলোনা
শনিবার নূ ক্যাম্পে ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারাল বার্সা। বার্সার হয়ে গোল দুটি করেন সুয়ারেজ এবং উমতিতি। শনিবার ম্যাচ জিতে নতুন মাইল ফলক স্পর্শ করল বার্সেলোনা।
নিজস্ব প্রতিবেদন : লা লিগায় ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে জয় পেল বার্সেলোনা। লা লিগায় টানা ৩৯ ম্যাচে অপরাজিত মেসিরা। রিয়াল সোসিয়েদাদকে পিছনে ফেলে নতুন রেকর্ড এখন বার্সার দখলে।
রোমার কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিলেও লা লিগায় অশ্বমেধের ঘোড়া ছুটছে বার্সেলোনার। শনিবার নূ ক্যাম্পে ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারাল বার্সা। বার্সার হয়ে গোল দুটি করেন সুয়ারেজ এবং উমতিতি। শনিবার ম্যাচ জিতে নতুন মাইল ফলক স্পর্শ করল বার্সেলোনা।
আরও পড়ুন- ঐতিহ্যের বারপুজোয় বর্ষবরণ ময়দানে, নেই দুই প্রধানের ফুটবলাররা
লেগানেসকে হারিয়ে লা লিগায় টানা ৩৮ ম্যাচ অপরাজিত ছিল বার্সেলোনা। ১৯৭৯-৮০ মরসুমে লা লিগায় রিয়াল সোসিয়েদাদের টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড আগেই স্পর্শকরেছিল তারা। শনিবার ঘরের মাঠে রিয়ালকে টপকে টানা ৩৯ ম্যাচ জয়ের নজির গড়ল বার্সেলোনা। লা লিগায় রেকর্ড গড়েও চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের দুঃখ ভুলতে পারছেন না মেসি-সুয়ারেজরা।
History made! @FCBarcelona has become the first team in #LaLigaHistory to go 39 consecutive matches without losing! #BarçaValencia 2-1 pic.twitter.com/O09SehnEIX
— LaLiga (@LaLigaEN) April 14, 2018