Sultan Azlan Shah Cup 2019: দ্বিতীয় ম্যাচেই কোরিয়ার কাছে আটকে গেল ভারত
মঙ্গলবার ভারতের পরবর্তী ম্যাচ মালয়েশিয়ার বিরুদ্ধে।
নিজস্ব প্রতিবেদন : জাপানকে হারিয়ে সুলতান আজলান শাহ কাপ হকিতে শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই আটকে গেল ভারতীয় হকি দল। শেষ মুহূর্তে গোল হজম করে কোরিয়ার কাছে আটকে গেল মনপ্রিত সিংরা। ১-১ গোলে ড্র হল ম্যাচ।
এশিয়ান গেমসে সোনাজয়ী জাপানকে হারিয়ে সাড়া জাগিয়ে সুলতান আজলান শাহ কাপ হকিতে অভিযান শুরু করেছিল ভারত। ছয় দলীয় এই টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে জয়ের দোরগোড়ায় পৌঁছেও জয় এল না। কোরিয়ার বিরুদ্ধে জয় প্রায় নিশ্চিত হয়ে গেলেও ডিফেন্সের ভুলে একেবারে ম্যাচ শেষের ২২ সেকেন্ড আগে গোল হজম করে বসে ভারত। রবিবার মালেশিয়ায় ম্যাচের ২৮ মিনিটে মনপ্রিত সিংয়ের গোলে এগিয়ে যায় ভারত। এদিকে চতুর্থ কোয়ার্টারে খেলা মাঝপথে প্রচণ্ড বৃষ্টির কারণে বন্ধ রাখতে হয়। ম্যাচের ৮ মিনিট প্রায় তখনও বাকি ছিল। পরে ম্যাচ শুরু হলে শেষ মুহূর্তে গোল হজম করতে হয় মনপ্রীতদের৷
Take a look at some images from Day 2 of India's campaign at the 28th Sultan Azlan Shah Cup 2019 that ended in a draw against Korea.
For more images: https://t.co/XM6wcRXwwx#IndiaKaGame #SultanAzlanShahCup2019 pic.twitter.com/1umn858dHQ
— Hockey India (@TheHockeyIndia) March 24, 2019
শেষ পর্যন্ত সুলতান আজলান শাহ কাপ হকির দ্বিতীয় ম্যাচে কোরিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় ভারতীয় হকি দলকে। মঙ্গলবার ভারতের পরবর্তী ম্যাচ মালয়েশিয়ার বিরুদ্ধে।
আরও পড়ুন - IPL2019, KKRvSRH: বিদ্যুত্ বিভ্রাট! ফের আঁধারে মুখ ঢাকল ক্রিকেটের নন্দনকানন