বক্সিংয়ে সুমিত সাঙ্গওয়ানের হার, ক্ষুব্ধ ভারতের ক্রীড়ামহল

অলিম্পিকে মধুরা বিতর্ক না মিটতে মিটতেই আরও এক নতুন বিতর্কে ছিটকে গেলেন ভারতীয় বক্সার সুমিত সাঙ্গওয়ান। পুরুষদের ৮১ কেজি বিভাগে দারুন পারফর্ম করেও, প্রতিপক্ষের থেকে বেশি পাঞ্চ করেও হার হল সুমিত সাঙ্গওয়ানের। অবাক ভারতের বক্সিং মহল।

Updated By: Jul 30, 2012, 09:36 PM IST

অলিম্পিকে মধুরা বিতর্ক না মিটতে মিটতেই আরও এক নতুন বিতর্কে ছিটকে গেলেন ভারতীয় বক্সার সুমিত সাঙ্গওয়ান। পুরুষদের ৮১ কেজি বিভাগে দারুন পারফর্ম করেও, প্রতিপক্ষের থেকে বেশি পাঞ্চ করেও হার হল সুমিত সাঙ্গওয়ানের। অবাক ভারতের বক্সিং মহল। ক্ষুব্ধ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অজয় মাকেনও। মাকেনের নির্দেশে ভারতীয় বক্সিং ফেডারেশন রেফারিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে আইওসির কাছে।
 
ব্রাজিলের প্রতিদ্বন্ধী ফালকাওয়ের বিরুদ্ধে ১৪-১৫ ফলে হেরে যান সুমিত। প্রথম দুটি রাউন্ডে ৪-৫, ৪-৫ ফলে পিছিয়ে থাকলেও শেষ রাউন্ডে সুমিত জেতেন ৬-৫ ফলে। কিন্তু গত দুটি রাউন্ডে পাঞ্চের সংখ্যা অনেক বেশি ছিল সাঙ্গওয়ানের। অথচ তিনিই কিনা হেরে গেলেন! গোটা ঘটনায় রেফারির বিরুদ্ধে বেজায় ক্ষুব্ধ ভারত। তাঁদের অভিযোগ,ইচ্ছাকৃতভাবে হারানো হয়েছে সুমিত সাঙ্গওয়ানকে।
তবে সুমিত সাঙ্গওয়ান হেরে গেলেও অলিম্পিকে বক্সিংয়ে পদক জয়ের সম্ভাবনা উজ্জ্বল ভারতের। শনিবার বক্সিংয়ে গ্রুপ লিগে বিজেন্দ্র সিংয়ের জয়ের পর রবিবার বক্সিংয়ে ভারতকে জয় এনে দেন জয় ভগবান। ৬০ কেজি লাইট ওয়েট বিভাগে সেশেলসের প্রতিদ্বন্দ্বি অ্যান্ড্রিকুইকে হারিয়ে দেন ভারতের এই বক্সার। ৩ রাউন্ডের খেলার পর জয় ভাগবানের পক্ষে বাউটের ফল ১৮-৮। এর আগে শনিবার দিনের শেষে পুরুষদের মিডল ওয়েট বক্সিং বা ৭৫ কেজি বিভাগে প্রথম রাউন্ডের বাধা টপকান বেজিং অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী বক্সার বিজেন্দ্র। হারালেন কাজাকিস্তানের বক্সার সুজাহানোভকে। বিজেন্দ্রর পক্ষে খেলার ফল ১৪-১০। আগামী ২ অগাস্ট প্রি-কোয়ার্টারে মার্কিন প্রতিদ্বন্দ্বী টেরেল গউসার বিরুদ্ধে নামছেন বিজেন্দ্র।

.