কপিল দেব, রবি শাস্ত্রীর পর করোনার টিকা নিলেন Sunil Gavaskar
সর্বপ্রথম ভ্যাক্সিন নিতে দেখা যায় ভারতের বর্তমান কোচ ও প্রাক্তন অলরাউন্ডার রবি শাস্ত্রীকে।
নিজস্ব প্রতিবেদন - কোভিশিল্ড ভ্যাক্সিন নিলেন ভারতের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকার। মঙ্গলবার মুম্বইতে ভ্যাক্সিন নিলেন তিনি। ৭১ বছর বয়সী গাভাসকার ভ্যাক্সিন নেওয়ার পরে একদম সুস্থ আছেন বলে জানান।
ইতিমধ্যেই বেশ কিছু প্রাক্তন ক্রিকেটাররা করোনার ভ্যাক্সিন নিয়ে নিয়েছেন। সর্বপ্রথম ভ্যাক্সিন নিতে দেখা যায় ভারতের বর্তমান কোচ ও প্রাক্তন অলরাউন্ডার রবি শাস্ত্রীকে। একই দিনে মুম্বইতে ভ্যাক্সিন নেন সন্দীপ পাটিলও।
এরপরে তিরাশির বিশ্বজয়ী দলের অধিনায়ক কপিল দেবও ভ্যাক্সিন নেন। মহামারির ভ্যাক্সিন নেন আরও এক প্রাক্তন ক্রিকেটার মদন লালও। এছাড়াও বলবিন্দর সিং সাঁধুও করোনার টিকা নিয়েছেন।
মার্চের এক তারিখ থেকেই ৬০ বছরের বেশী বয়স্কদের টিকা দেওয়া শুরু হয়েছে। এছাড়াও ৪৫ বছরের বেশী বয়স্ক যাদের কোমর্বিডিটি আছে তাদেরও টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।