পাওনা টাকা মিটিয়ে দিতে বিসিসিআইকে চিঠি গাভাসকরের
পাওনা টাকা মিটিয়ে দেওয়ার জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে চিঠি দিলেন সুনীল গাভাসকর। চিঠিতে ভারতের প্রাক্তন অধিনায়ক তার প্রাপ্য ১ কোটি ৯০ লক্ষ টাকা দাবি করেছেন। এমনটাই জানা গেছে বিসিসিআই সূত্রে।
স্পট ফিক্সি ইস্যুর জেরে সুপ্রিম কোর্ট গতবছর সুনীল গাভাসকর ও শিবলাল যাদবকে যৌথভাবে বোর্ড সভাপতির দায়িত্ব দিয়েছিল। গাভাসকরকে আইপিএলের দায়িত্ব দিয়েছিল সর্বোচ্চ আদালত। সেই সময় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল এই সময়ে গাভাসকরের কর্মক্ষেত্রে যে আর্থিক ক্ষতি হবে তা দিতে হবে বিসিসিআইকে। সানি দাবি করেছেন ওই সময় টিভি কমেন্ট্রি এবং সংবাদপত্রে কলম লিখতে না পারার জন্য তার ক্ষতি হয়েছে এক কোটি নব্বই লক্ষ টাকা। টিঠিতে সেই টাকাটাই তিনি বোর্ডের কাছে দাবি করেছেন। এমনটাই জানিয়েছেন বিসিসিআই-এর এক কর্তা।