ভারতের জয়ে সানিয়া, সানির উচ্ছ্বাস

শোয়েব মালিক আগেই জানিয়েছিলেন, তেমনই হল। পাকিস্তানের বউমা তথা ভারতের কন্যা সানিয়া মির্জা ধোনিদের হয়েই গলা ফাটালেন। মীরপুরে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করলেন সানিয়া মির্জা।

Updated By: Feb 28, 2016, 01:58 PM IST
ভারতের জয়ে সানিয়া, সানির উচ্ছ্বাস

ওয়েব ডেস্ক: শোয়েব মালিক আগেই জানিয়েছিলেন, তেমনই হল। পাকিস্তানের বউমা তথা ভারতের কন্যা সানিয়া মির্জা ধোনিদের হয়েই গলা ফাটালেন। মীরপুরে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করলেন সানিয়া মির্জা।

নীল স্কার্ট পরে ধোনিদের জয়ে মাতলেন সানি লিওনও। ক্রিকেট লিগে দল কেনার পর এখন বাইশ গজের খেলায় বেশ মন দিয়েছেন সানি। গতকাল ধোনিদের জয়ের পরই দেশের নানা প্রান্তে উত্‍সব শুরু হয়। উচ্ছ্বসা ভাসতে দেখা যায় দেশের জওয়ানদেরও।

জওহরলাল নেহরু ইউনিভার্সিটি (জেএনইউ)-র পড়ুয়ারা ভারত-পাক ম্যাচ দেখতে বসেছিলেন। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছিল। পাক-বধের পর আনন্দে ফেটে পড়েন পড়ুয়ারা। জয়ের আনন্দে একসঙ্গে রীতিমত উত্‍সবে মাতেন  (জেএনইউ)-র পড়ুয়ারা।

.