দুবাইয়ে দলে যোগ দিতে পারেন রায়না! জল্পনার মাঝে CSK-হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে সরানো হল সুরেশকে

জানা গিয়েছে রায়নার বিষয়ে সিএসকে ম্যানেজমেন্ট একেবারেই খুশি নয়।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Sep 3, 2020, 07:47 PM IST
দুবাইয়ে দলে যোগ দিতে পারেন রায়না! জল্পনার মাঝে CSK-হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে সরানো হল সুরেশকে
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: ধোনির মতো ব্যালকনি সমেত ঘর চেয়েছিলেন সুরেশ রায়না। দুবাইতে চেন্নাই ফ্রাঞ্জাইজি তাঁকে তেমন ঘর দিতে অস্বীকার করে। সেই নিয়ে ঝামেলা শুরু হয় দু'পক্ষের। রায়না তাই দেশে ফিরে আসেন। এমনটাই জানা গিয়েছিল। এটাও জানা গিয়েছিল যে আইপিএল খেলতে আর দুবাই যাবেন না রায়না। তবে সেসব অতীত বলে মনে হচ্ছে। রায়না দুবাইতে ফিরে দলের সঙ্গে যোগ দিতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন। তবে আপাতত পরিবারে পাশে থাকতে চান রায়না। দুবাইয়ে দলে যোগ দিতে পারেন রায়না! এই জল্পনার মাঝেই CSK-এর হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে সরিয়ে দেওয়া হল তাঁকে, সূত্র মারফত্ এমনই খবর।

জানা গিয়েছে রায়নার বিষয়ে সিএসকে ম্যানেজমেন্ট একেবারেই খুশি নয়। আর তাই CSK-এর হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে বের করে দেওয়া হয়েছে সুরেশ রায়নাকে। সূত্রের খবর, দুবাই ছেড়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গেই রায়নাকে সিএসকে-এর হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে ছেঁটে ফেলা হয়। এমনকি সিএসকে ম্যানেজমেন্ট এবং সিইও পর্যন্ত নিজের মতামত জানাতে পারেননি রায়না। তবে কোচ স্টিফেন ফ্লেমিং এবং ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি তাঁকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
 

আরও পড়ুন - সেলফি তুলতে গিয়ে খাদে পড়ে মৃত্যু প্রাক্তন রঞ্জি ক্রিকেটারের!

.