Syed Mushtaq Ali T20: নক আউট পর্বে দলে বাংলা দলে ফিরলেন Shreevats Goswami

ঋদ্ধিমান সাহার খেলা নিয়ে তৈরি হল সংশয়। 

Updated By: Nov 10, 2021, 10:57 PM IST
Syed Mushtaq Ali T20: নক আউট পর্বে দলে বাংলা দলে ফিরলেন Shreevats Goswami
অবশেষে নক আউট পর্বে বাংলা দলে ফিরলেন শ্রীবৎস গোস্বামী। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন:  অবশেষে নক আউট পর্বে বাংলা (Team Bengal) দলে ফিরলেন শ্রীবৎস গোস্বামী (Shreevats Goswami)। আগামী ২৩ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে তিনটি চারদিনের ম্যাচ খেলবে ভারতীয় এ দল। সেই দলে সুযোগ পেয়েছেন অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran) ও ইশান পোড়েল (Ishan Porel)। ১৭ নভেম্বর ব্লুমফন্টেনের উদ্দেশে রওনা হচ্ছে ভারতীয় এ দল। তাই সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি (Syed Mushtaq Ali T20) প্রতিযোগিতার নক আউট পর্বে এই বাঁহাতি ব্যাটারকে ফেরানো হল। শ্রীবৎস ছাড়াও দলে ডাক পেয়েছেন আর এক বাঁহাতি জোরে বোলার গীত পুরি। 

এ দিকে  নক আউট পর্বে ঋদ্ধিমান সাহাকে দলে রাখা হলেও তিনি দলের সঙ্গে নয়াদিল্লি উড়ে যাননি। ২৫ নভেম্বর থেকে শুরু হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ। ঋদ্ধি যদি 
টেস্ট দলে সুযোগ পান তাহলে নক আউটে তাঁর সার্ভিস পাবে না বাংলা। তাই আপাতত টেস্টের দল ঘোষণা হওয়ার অপেক্ষায় বাংলা শিবির। 

আরও পড়ুন: EXCLUSIVE: Rohit Sharma-র অধিনায়কত্বে খেলতে মুখিয়ে মারকুটে Venkatesh Iyer

সূচি অনুসারে ১৬ নভেম্বর দ্বিতীয় প্রি কোয়ার্টার ফাইনালে কর্নাটকের মুখোমুখি হবে সৌরাষ্ট্র। সেই ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে ১৮ নভেম্বর শেষ আটের ম্যাচ খেলতে নামবে বঙ্গব্রিগেড। 
সেই জন্য বুধবার রাতে কলকাতা থেকে নয়াদিল্লি উড়ে গেলেন সুদীপ চট্টোপাধায়-মুকেশ কুমার'রা। এর আগে এ দিন সন্ধের দিকে বেছে নেওয়া হল ২০ জনের দল।  

ঋদ্ধি খেলা এখনও ঝুলে রয়েছে বলে বিকল্প হিসেবে শ্রীবৎসকে দলে নেওয়া হল। এমনটাই মনে করছে ক্রিকেট মহল। মঙ্গলবার 'ডু অর ডাই' ম্যাচে কর্নাটককে সাত উইকেটে হারিয়ে দেওয়ার পর দলের আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে। সেই ধারাবাহিকতা নক আউটেও ধরে রাখতে মরিয়া বাংলা।   

বাংলার টি-টোয়েন্টি দল:- সুদীপ চট্টোপাধ্যায় (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), শ্রীবৎস গোস্বামী (উইকেটকিপার) , অভিষেক দাস, কাইফ আহমেদ, ঋত্ত্বিক রায়চৌধুরি, রণজ্যোৎ সিং খাইরা, শাকির হাবিব গান্ধী (উইকেটকিপার), শুভঙ্কর বল, করণ লাল, শাহবাজ আহমেদ, ঋত্ত্বিক চট্টোপাধ্যায়, প্রদীপ্ত প্রামানিক, সুজিত যাদব, গীত পুরি, মুকেশ কুমার, আকাশ দীপ, অলোক প্রতাপ সিং, মহম্মদ কাইফ ও সায়ন ঘোষ।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.