ইডেনে পাকিস্তানের বিরুদ্ধে কখনও জেতেনি ভারত

বিশ্বকাপের মঞ্চে ভারত-পাকিস্তান মহারণে অল টাইম ফেভারিট ভারত। একদিনের আন্তর্জাতিক থেকে টি-টোয়েন্টি ফরম্যাট, ভারতকে পরাজিত করার নজির পাকিস্তানের নেই। কিন্তু ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেন্সে ফেভারিট পাকিস্তান। পরিসংখ্যান অনুযায়ী ইডেনে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে ৪ বার। আর ৪ বারই হার ভারতের।

Updated By: Mar 18, 2016, 10:59 AM IST
ইডেনে পাকিস্তানের বিরুদ্ধে কখনও জেতেনি ভারত

সৌরভ পাল: বিশ্বকাপের মঞ্চে ভারত-পাকিস্তান মহারণে অল টাইম ফেভারিট ভারত। একদিনের আন্তর্জাতিক থেকে টি-টোয়েন্টি ফরম্যাট, ভারতকে পরাজিত করার নজির পাকিস্তানের নেই। কিন্তু ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেন্সে ফেভারিট পাকিস্তান। পরিসংখ্যান অনুযায়ী ইডেনে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে ৪ বার। আর ৪ বারই হার ভারতের।

শনিবার ২২ গজের মহারণের দকে নজর থাকবে গোটা বিশ্বের। নিউজিল্যান্ডের কাছে হেরে চাপে ভারত। অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে ইডেনে বড় জয় দিয়ে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে পাকিস্তান। আবার বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি টিম ভারতের 'লাকি লাক' একটা বিগ ফ্যাক্টর, ২০০৭ সালে নিউজিল্যান্ডের সঙ্গে হেরেই অভিযান শুরু করেছিল ভারত, আর চ্যাম্পিয়ন হয়েছিলেন ধোনিরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান

১৪ সেপ্টেম্বর, ২০০৭, ডারবান।
ভারত-১৪১/৯ পাকিস্তান-১৪১/৭
Bowl Out-নিয়মে জেতে ভারত।
ম্যান অব দ্য ম্যাচ মহম্মদ আসিফ।

১৪ সেপ্টেম্বর, ২০০৭, জোহানেসবার্গ।
ভারত-১৫৭/৫ পাকিস্তান -১৫২/৭
ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ৫ রানে।  ম্যান অব দ্য ম্যাচ ইরফান পাঠান।

৩০ সেপ্টেম্বর, ২০১২, কলম্বো।
পাকিস্তান-১২৮/১০ ভারত-১২৯/২
ভারত ম্যাচ জেতে ৮ উইকেটে। ম্যান অদ দ্য ম্যাচ বিরাট কোহলি।

২১ মার্চ, ২০১৪, মিরপুর।
পাকিস্তান-১৩০/৭ ভারত-১৩১/৩
৭ উইকেটে জয়ী ভারত।
ম্যান অব দ্য ম্যাচ অমিত মিশ্রা।

ইডেনে ভারত-পাকিস্তান মহারণ (আন্তর্জাতিক একদিনের ম্যাচ)

১৮ ফেব্রুয়ারি, ১৯৮৭
ভারত-২৩৮/৬ পাকিস্তান-২৪১/৮
পাকিস্তান ম্যাচ যেতে ২ উইকেটে। ম্যান অদ দ্য ম্যাচ হন পাকিস্তানের সেলিম মালিক।

২৮ নভেম্বর, ১৯৮৯
পাকিস্তান-২৭৯/৭ ভারত-২০২ অল আউট
৭৭ রানে জয়ী পাকিস্তান। ম্যান অব দ্য ম্যাচ ইমরান খান।

১৩ নভেম্বর, ২০০৪
ভারত-২৯২/৬ পাকিস্তান-২৯৩/৪
৬ উইকেটে ম্যাচ জেতে পাকিস্তান। ম্যান অব দ্য ম্যাচ সালমান ব্যাট।

৩ জানুয়ারি, ২০১৩
পাকিস্তান-২৫০ ভারত-১৬৫
৮৫ রানে ম্যাচ জেতে পাকিস্তান। নাসির জামসেদ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

 

.