South Africa, T20 World Cup 2022: বিরাট ধাক্কা প্রোটিয়া শিবিরে! বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন এই অলরাউন্ডার

টি-২০ বিশ্বকাপের আগেই বড় ধাক্ক খেলে দক্ষিণ আফ্রিকা। আঙুলের চোটের জন্য ছিটকে গেলেন অলরাউন্ডার ডোয়েন প্রিটোরিয়াস (Dwaine Pretorius)।

Updated By: Oct 6, 2022, 06:35 PM IST
South Africa, T20 World Cup 2022: বিরাট ধাক্কা প্রোটিয়া শিবিরে! বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন এই অলরাউন্ডার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার (South Africa) অলরাউন্ডার ডোয়েন প্রিটোরিয়াস (Dwaine Pretorius) আসন্ন টি-২০ বিশ্বকাপ  (T20 World Cup 2022) থেকে ছিটকে গেলেন। ভারতের বিরুদ্ধে চলতি তিন ম্য়াচের ওয়ানডে সিরিজেও খেলা হবে না প্রিটোরিয়াসের। বাঁ-হাতের বুড়ো আঙুলে চির ধরার জন্য় তিনি চলে গেলেন মাঠের বাইরে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ট্যুইট করে প্রিটোরিয়াসের আপডেট দিয়েছে। যদিও রামধনু দেশ এখনও পর্যন্ত প্রিটোরিয়াসের বিকল্প বেছে নেয়নি। ১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে চলবে ১৬ দলের মধ্যে কুড়ি ওভারের বিশ্বযুদ্ধ। আগামী ২৪ অক্টোবর হোবার্টে গ্রুপ 'বি'-র টপারের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা টি-২০ বিশ্বকাপের অভিযান শুরু করবে। প্রিটোরিয়াস ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলেছিলেন। কথা ছিল ওয়ানডে সিরিজেও খেলার। কিন্তু চোটই বাধ সাধল। 

 

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপের দল: টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, হেনরিক ক্লাসেন, রেজা হেনরিক্স, কেশব মহারাজ, আইদেন মারক্রম, ডেভিড মিলার, লুঙ্গি নিদি, অ্যানরিক নোকিয়া, ওয়েন পারনেল, কাগিসো রাবাদা, রিলে রসউ, তাবারেজ শামসি ও ট্রিস্টান স্টাবস। স্ট্যান্ডবাইতে আছেন: বর্ন ফরটুইন, মার্কো জানসেন ওন আন্দিলে ফেলুকায়ো। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত খেলোয়াড় পরিবর্তনের সুযোগ রয়েছে প্রতিটি দলের কাছে। এমনকী যদি কোনও দলের ক্রিকেটার বা ক্রিকেটাররা চোট সমস্যায় ভোগেন, তাহলে সময়সীমার পরেও দলে পরিবর্তন আনা সম্ভব। তবে তার জন্য আইসিসি-র অনুমতি নিতে হবে। প্রিটোরিয়াস দেশের জার্সিতে তিন ফরম্যাট মিলিয়ে মোট ৬০টি ম্যাচ খেলেছেন। ৩টি টেস্ট, ২৭টি ওয়ানডে ও ৩০টি টি-২০ ম্যাচ খেলেছেন। মোট ৭৭টি উইকেট পেয়েছেন তিনি। ব্যাট হাতে মোট ৫৩৬ রান করেছেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.