তাসকিনের নিষেধাজ্ঞা বজায় রাখল আইসিসি
অবৈধ বোলিং অ্যাকশনের জেরে তাসকিন আহমেদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাসপেন্ড হওয়ার বিরুদ্ধে বাংলাদেশকে যতই জনমত তৈরি হোক, জুডিশিয়াল কমিশনারের রায় কিন্তু বিরুদ্ধেই গেল। তাসকিনের বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে দফায় দফায় নানা বৈঠক হয়।
ওয়েব ডেস্ক: অবৈধ বোলিং অ্যাকশনের জেরে তাসকিন আহমেদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাসপেন্ড হওয়ার বিরুদ্ধে বাংলাদেশকে যতই জনমত তৈরি হোক, জুডিশিয়াল কমিশনারের রায় কিন্তু বিরুদ্ধেই গেল। তাসকিনের বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে দফায় দফায় নানা বৈঠক হয়।
টেলি কনফারেন্স কলের মাধ্যমে আইনত বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা হয় তাসকিনের বোলিং অ্যাকশনে কোথাও ত্রুটি নেই। কিন্তু সব পক্ষের মত শোনার পর জুডিসিয়াল কমিশনার মাইকেন বেলঅফ কিউসি জানিয়ে দেন, সব পক্ষের যুক্তি, প্রতিক্রিয়া শোনার পর সিদ্ধান্ত নেওয়া হল তাসকিনকে আইসিসি-র নিষেধাজ্ঞার সিদ্ধান্তেই সমর্থন করা হচ্ছে।
এদিকে, তাসকিন আহমদের নিষেধাজ্ঞা নিয়ে এখনও বিক্ষোভ চলছে বাংলাদেশ।