আজমলের বিরুদ্ধ অভিযোগ টিম ইন্ডিয়ার

পাকিস্তানের স্পিনার আজমলের বোলিং অ্যাকশন নিয়ে এবার সরব হলেন ভারতীয় দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটার। বিষয়টি নিয়ে তাঁরা আইসিসি সিইও হারুন লরগ্যাটের দ্বারস্থও হয়েছেন।

Updated By: Mar 19, 2012, 11:02 PM IST

পাকিস্তানের স্পিনার আজমলের বোলিং অ্যাকশন নিয়ে এবার সরব হলেন ভারতীয় দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটার। বিষয়টি নিয়ে তাঁরা আইসিসি সিইও হারুন লরগ্যাটের দ্বারস্থও হয়েছেন। তবে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও অভিযোগ জানায়নি ভারত।
পাক স্পিনার সৈয়দ আজমলের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে আইসিসির সিইও হারুন লরগ্যাটের কাছে ভারতীয় দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটার ঠিক কী কী বলেছেন, সে ব্যাপারে বিস্তারিত তথ্য মেলেনি। তবে সচিন আউট হওয়ার পর ভারতীয়রা আর ক্ষোভ চেপে রাখেননি। তাঁরা লরগ্যাটকে অনুরোধ করেছেন, আজমলের বোলিং অ্যাকশনের দিকে নজর রাখতে। এর আগে ইংল্যান্ডও আজমলের বোলিং অ্যাকশন নিয়ে সরব হয়েছিল। তবে ভারতীয় দলের তরফ থেকে সরকারিভাবে কোনও অভিযোগ জানানো হয়নি।
আইসিসি সিইও হারুন লর্গ্যাট অবশ্য পরিস্কার জানিয়ে দিয়েছেন আজমলের বোলিং অ্যাকশন নিয়ে কোনও সমস্যা নেই। অন্যদিকে প্রাক্তন পাক ক্যাপ্টেন জাভেদ মিয়াদাঁদ এদিন দাবি করেছেন, আজমলের বোলিং অ্যাকশন আন্তর্জাতিক ক্রিকেট বিধি অনুযায়ী পুরোপুরি বৈধ।

.