#ThankYouYuvi: অবসরে যুবি! শুভেচ্ছা বন্যায় ভাসছেন তিনটি বিশ্বকাপজয়ী, ছয়-ছক্কার মালিক
আর সেই স্টুয়ার্ট ব্রড যাকে ছটি ছয় মেরেছিলেন ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে, তিনি কী লিখলেন।
নিজস্ব প্রতিবেদন : ১৯ বছরের আন্তর্জাতিক ক্রিকেটিয় কেরিয়ারকে আলবিদা জানালেন ২০১৯-এ। ২০০০ সালে অনূর্ধ-১৯ বিশ্বকাপ জয় থেকে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় আর ২০১১ সালে একদিনের ক্রিকেটে বিশ্বকাপ জয় করেন যুবরাজ সিং। একমাত্র ভারতীয় যিনি তিন তিনটি বিশ্বকাপ জিতেছেন। শুধু তাই নয় ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে ছয়টি ছয় মেরে রেকর্ডও গড়েন। মারণব্যাধি ক্যানসারের বিরুদ্ধে লড়াই জিতে বাইশ গজে ফিরে তিনি প্রমাণ করেছিলেন এভাবেও ফিরে আসা যায়। সেই যুবরাজের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণায় ক্রিকেট বিশ্ব শুভেচ্ছা জানিয়েছেন। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ২০১১ বিশ্বকাপের সেরা ক্রিকেটারের অবসরে টুইট করেছে।
3️ndia caps
nternational hundreds
6️es in an over
Player of the Tournament at #CWC11Thank you, Yuvraj Singh! pic.twitter.com/cG5f4Y4r0B
— ICC (@ICC) June 10, 2019
মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর টুইট করে বলেছেন," কী অসাধারণ কেরিয়ার তোমার যুবি, দলের প্রয়োজনে তুমি সত্যিই চ্যাম্পিয়ন হিসেবে অবতীর্ণ হয়েছ। মাঠ এবং মাঠের বাইরে উত্থান-পতনে তোমার লড়াই সত্যিই অসাধারণ। তোমার দ্বিতীয় ইনিংসের জন্য শুভেচ্ছা... "
What a fantastic career you have had Yuvi.
You have come out as a true champ everytime the team needed you. The fight you put up through all the ups & downs on & off the field is just amazing. Best of luck for your 2nd innings & thanks for all that you have done for Cricket. pic.twitter.com/J9YlPs87fv— Sachin Tendulkar (@sachin_rt) June 10, 2019
সদ্য সাংসদ হওয়া জাতীয় দলের সতীর্থ গৌতম গম্ভীর যবিকে প্রিন্স বলে সম্বোধন করে বিসিসিআই-এর কাছে অনুরোধ করেছেন একদিনের ক্রিকেটে যুবরাজের ১২ নম্বর জার্সিকে সম্মান জানিয়ে এবার অবসরে পাঠানো উচিত্।
Congratulations Prince @YUVSTRONG12 on a wonderful career. You were the best ever white ball cricketer India had. @BCCI should retire Number 12 jersey in the tribute to your career. Wish I could bat like you Champion #Yuvrajsinghretires #ThankYouYuvraj #ThankYouYuvi
— Gautam Gambhir (@GautamGambhir) June 10, 2019
ভাজ্জি প্রিয় যুবিকে ওয়ারিয়র প্রিন্স বলে টুইট করেছেন। টুইট করেছেন ভিভিএস লক্ষ্মণ থেকে বীরেন্দ্র সেওয়াগ।
It’s been an absolute pleasure playing with Yuvi. You will go down as one of the greatest players in the history of the game. You have been an inspiration to us with your resilience,determination & above all the love & passion you showed towards the game. Good luck @YUVSTRONG12 ! pic.twitter.com/vlXUdkgJSz
— VVS Laxman (@VVSLaxman281) June 10, 2019
Players will come and go,but players like @YUVSTRONG12 are very rare to find. Gone through many difficult times but thrashed disease,thrashed bowlers & won hearts. Inspired so many people with his fight & will-power. Wish you the best in life,Yuvi #YuvrajSingh. Best wishes always pic.twitter.com/sUNAoTyNa8
— Virender Sehwag (@virendersehwag) June 10, 2019
My Warrior Prince - A true fighter on and off the field.. your stories will forever live on.. love always brother @YUVSTRONG12 #sixerking #Brother #Legend pic.twitter.com/YN7580q8bY
— Harbhajan Turbanator (@harbhajan_singh) June 10, 2019
ভারত অধিনায়ক বিরাট কোহলি যুবিকে পাজি বলে উল্লেখ করে প্রকৃত চ্যাম্পিয়ন বলেছেন।
Congratulations on a wonderful career playing for the country paji. You gave us so many memories and victories and I wish you the best for life and everything ahead. Absolute champion. @YUVSTRONG12 pic.twitter.com/LXSWNSQXog
— Virat Kohli (@imVkohli) June 10, 2019
বিশ্বকাপে ভারতীয় দলে থাকা জশপ্রীত বুমরাহ, শিখর ধাওয়ান,হার্দিক পাণ্ডিয়াও যুবরাজকে শুভেচ্ছা জানিয়েছেন।
I'll miss your hilarious expressions on the pitch Yuvi Paa Have a happy retirement. You've earned it pic.twitter.com/8ppFEjNE93
— hardik pandya (@hardikpandya7) June 10, 2019
Thank you, Yuvi paaji for all the guidance, support & love. You are one of the best left-handed batsmen I have come across. I always looked up to your style & batting technique, have learnt so much from you! Wish you prosperity & success in your new journey. Rab rakha pic.twitter.com/AQH4LkgS0Q
— Shikhar Dhawan (@SDhawan25) June 10, 2019
You've been a constant source of support and inspiration with countless memories and countless hearts won. Congratulations on your glorious career and all the best Yuvi paa! @YUVSTRONG12 pic.twitter.com/YngoxWiCOg
— Jasprit bumrah (@Jaspritbumrah93) June 10, 2019
শুধু ভারতীয়রা নয় কেভিন পিটারসন, টম মুডিও শুভেচ্ছা জানিয়েছেন যুবরাজকে।
Congratulations @YUVSTRONG12 wonderful career full of amazing highs, pleasure to share #IPL2016 with you! #Champion #GameChanger https://t.co/1ePbmh5Dpc
— Tom Moody (@TomMoodyCricket) June 10, 2019
Happy retirement, Pie Chucker. A quite remarkable career with plenty highs and some pretty brutal lows. You showed resilience, courage & pure brilliance throughout your time wearing blue!
Love ya, @YUVSTRONG12!
— Kevin Pietersen (@KP24) June 10, 2019
Enjoy retirement Legend @YUVSTRONG12 https://t.co/JM3Wgy3G24
— Stuart Broad (@StuartBroad8) June 10, 2019
আর সেই স্টুয়ার্ট ব্রড যাকে ছটি ছয় মেরেছিলেন ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে, তিনি কী লিখলেন। ব্রড লিখলেন, অবসর জীবন আনন্দে কাটাও লেজেন্ড!
আরও পড়ুন - আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ক্যানসার জয়ী বিশ্বকাপার যুবরাজ