নাইটদের জেতার জন্য বিরাট টার্গেট
নীতীশ রানার এক ওভারে জোড়া উইকেট ইডেনে কিছুটা হলেও ম্যাচ ঘোরালো নাইটদের দিকে। একই ওভারে বিরাট এবং ডিভিলিয়ার্সের উইকেট তুলে নেন তিনি।
নিজস্ব প্রতিবেদন : ঘরের মাঠে আইপিএলের প্রথম ম্যাচেই বিরাট চ্যালেঞ্জ কার্তিকদের সামনে। প্রথমে ব্যাট করে বড় রান তুলেছে ব্যাঙ্গালোর। একাদশ আইপিএলের প্রথম ম্যাচে বিরাটদের হারাতে নাইটদের ১৭৭ রান করতে হবে।
Innings Break.
The @RCBTweets set up a target of 176/7 for the @KKRiders to chase.#KKRvRCB pic.twitter.com/GbRwUBQB9s
— IndianPremierLeague (@IPL) April 8, 2018
রবিবার ইডেনে টস জিতে প্রথমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ব্যাট করতে পাঠান কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক। শুরুতে ৪ রানে কুইন্টন ডি'কককে সাজঘরে ফেরালেন পীযুষ চাওলা। তবে ব্র্যান্ডল ম্যাকালামের ২৭ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ঘুরে দাঁড়ায় ব্যাঙ্গালোর। অধিনায়ক বিরাট কোহলি অবশ্য ৩৩ বলে করলেন ৩১ রান। এবি ডিভিলিয়ার্সকে এদিন পাওয়া গেল চেনা ছন্দে। ২৩ বলে ৪৪ রান করলেন এবিডি। নীতীশ রানার এক ওভারে জোড়া উইকেট ইডেনে কিছুটা হলেও ম্যাচ ঘোরালো নাইটদের দিকে। একই ওভারে বিরাট এবং ডিভিলিয়ার্সের উইকেট তুলে নেন তিনি।
Match 3: The @KKRiders win the toss and put #RCB to bat first in Kolkata.#KKRvRCB pic.twitter.com/oV9VvpzAcG
— IndianPremierLeague (@IPL) April 8, 2018
তবে মনদীপ সিং ১৮ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলে যান। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান তোলে বিরাট কোহলিরা। কিং খান ছিলেন গ্যালারিতে তবু নাইটদের বোলাররা তেমনভাবে দাগ কাটতে ব্যর্থ প্রথম ম্যাচে। বিনয় কুমার এবং নীতীশ রানা ২টি করে উইকেট নেন এদিন।
Sharing a light moment are the Father-Daughter duo at the Eden Gardens. pic.twitter.com/JiWfPznDVb
— IndianPremierLeague (@IPL) April 8, 2018
আরও পড়ুন - রাহুল ধামাকায় দিল্লি বধ করল প্রীতির পঞ্জাব