যুদ্ধ নয়, ভারতীয়রা পাকিস্তানের সঙ্গে কাজ করতে চায়, বললেন প্রাক্তন পাক পেসার
তবে টেলিভিশন চ্যানেলে গেলেই বদলে যায় সব পরিস্থিতি।
নিজস্ব প্রতিবেদন: ভারত-পাকিস্তানের মধ্যে কীভাবে বন্ধুত্ব হতে পারে! কয়েকদিন আগেই সে উপায় বলে দিয়েছেন প্রাক্তন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদি। এবার ভারত-পাকিস্তান বন্ধুত্বের সম্পর্ককে লাইম লাইটে আনলেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। তাঁর মতে, যুদ্ধ চায় না, ভারতীয়রা পাকিস্তানের সঙ্গে একজোট হয়ে কাজ করার জন্য় মুখিয়ে রয়েছে।
শোয়েব আখতারের মতে, "ভারত খুব ভাল জায়গা (দেশ)। এখানকার মানুষজনও খুব ভালো।আমার কিন্তু কখনও মনে হয়নি একবারও যে তারা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে চায়।"
তবে টেলিভিশন চ্যানেলে গেলেই বদলে যায় সব পরিস্থিতি। এই নিয়ে রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস বলেন,"দেখে মনে হবে এখুনি যুদ্ধ বেঁধে যাবে।আমি ভারতে অনেকবার টুর করেছি। দেশটাকে খুব কাছ থেকে দেখেছি। আজ আমি বলতে পারি, ভারত পাকিস্তানের সঙ্গে জোট বেঁধে কাজ করতে উদ্যোগী। দুই দেশের মানুষজনকে নিয়ে আমি আশাবাদী।"
আরও পড়ুন - ISL চ্যাম্পিয়ন ATK,আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান; গাঁটছড়া বাঁধায় এএফসি কাপে কী হবে?