পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে জিতেছে গাভাসকর এবং শাস্ত্রীর জন্য!

Updated By: Oct 13, 2017, 03:53 PM IST
পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে জিতেছে গাভাসকর এবং শাস্ত্রীর জন্য!

ওয়েব ডেস্ক: এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি যখন শুরু হয়েছিল, তখন আট দলের মধ্যে আইসিসি-র বিচারে সবথেকে শেষে ছিল পাকিস্তান। প্রতিযোগিতা জেতার বিষয়ে সবথেকে ফেভারিট ছিল গতবারের চ্যাম্পিয়ন ভারত এবং আয়োজক দেশ ইংল্যান্ড। কিন্তু, প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় কিনা সবার শেষে থাকা পাকিস্তানই! সেটাও নতুন অধিনায়ক সরফরাজ আহমেদের নেতৃত্বে! আর এতদিন পরে গিয়ে জানা যাচ্ছে যে, পাকিস্তানকে জেতার জন্য প্রেরণা দিয়েছিল কিনা সুনীল গাভাসকর এবং রবি শাস্ত্রীর মন্তব্য! হ্যাঁ, সম্প্রতি একটি সাক্ষাতকারে এমনটাই বলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান দলের ম্যানেজার থাকা তালাত আলি!

আরও পড়ুন শুক্রবার, হায়দরাবাদে টি২০ সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারত

একটি সাক্ষাতকারে তিনি বলেছেন, 'ফাইনালে আমাদের ভারত কোনও গুরুত্বই দেয়নি। আমি সুনীল গাভাসকর এবং রবি শাস্ত্রীর বক্তব্য শুনেছিলাম। তাঁরা আমাদের জেতার কোনও সুযোগ আছে বলেই মনে করেননি! এই কথাগুলোই আমাদের ছেলেদের বুকে আগুন জ্বালিয়েছিল। আমরা চেয়েছিলাম, মাঠে জিতেই ওই কথাগুলোর জবাব দিতে। আর ছেলেরা সেটা দিতে পেরেছে।' যদিও এই বিষয়ে সুনীল গাভাসকর এবং রবি শাস্ত্রী কোনও মন্তব্য করেননি।

আরও পড়ুন  যুব বিশ্বকাপে টিকিট নিয়ে হাহাকার তবু, গ্যালারি ভরছে না কেন?

.