Tokyo Paralympics 2020: যে বিজ্ঞাপন ঝড় তুলে দিয়েছে! দেখেছেন কি?

 এই বিজ্ঞাপনের ভাষাই আলাদা। 

Updated By: Aug 29, 2021, 12:40 PM IST
Tokyo Paralympics 2020: যে বিজ্ঞাপন ঝড় তুলে দিয়েছে! দেখেছেন কি?

নিজস্ব প্রতিবেদন: টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics 2020) #PalatDe প্রচারের পর এবার প্যারালিম্পিক্সে (Tokyo Paralympics 2020) #TaanePalatDe! প্যারা অ্যাথলিটদের তাতাতে থামস আপের (Thums Up) নতুন বিজ্ঞাপন নেট পাড়ায় আলোড়ন ফেলে দিয়েছে।

কোকা কোলার (Coca-Cola) সঙ্গে আট দশকের সম্পর্ক রয়েছে অলিম্পিক্সের। এই প্রথমবার প্যারালিম্পিক্সে থামস আপ নিজেদের জুড়ে নিল। বিজ্ঞাপন সংস্থা অগিলভির তৈরি করা এই বিজ্ঞাপনের ভাষাই আলাদা।

আরও পড়ুন: Tokyo Paralympics: তীরন্দাজির মিক্সড টিমের শেষ আটে Rakesh Kumar ও Jyoti Balan

প্যারা অ্যাথলিটদের প্রতিদিন যে বিদ্রুপ শুনতে হয়, যে ভাবে সমাজের বিভিন্ন প্রতিকূলতার বিরুদ্ধে লড়তে হয়, সেসবরেই প্রতিফলন ফুটে উঠেছে এই বিজ্ঞাপনে। শেষে বুঝিয়ে দেওয়া হয় যে, কোনও কিছু তাঁদের দমাতে পারে না কারণ তাঁরা মানসিক ভাবে এতটাই শক্তিশালী। এই বিজ্ঞাপন নেটাগরিকদের নাড়িয়ে দিয়েছে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.