অ্যাথলিটদের ভ্যাকসিন! Tokyo Olympics আয়োজনে মরিয়া IOC

২০২০ সালের ২৪ জুলাই থেকে অলিম্পিক হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা একবছর পিছিয়ে গিয়েছে। ২০২১ সালের ২৩ জুলাই থেকে শুরু হবে অলিম্পিক।

Updated By: Jan 23, 2021, 10:37 PM IST
অ্যাথলিটদের ভ্যাকসিন! Tokyo Olympics আয়োজনে মরিয়া IOC
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন:  করোনাভাইরাসের আবহে যে কোনও মূল্যে টোকিও অলিম্পিক্স আয়োজন করতে চাইছে ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন বা IOC। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-র সঙ্গে হাতে হাত মিলিয়ে অ্যাথলিটদের গণটিকাকরণের ব্যবস্থা করতে তৎপর আইওসি।

মারণ ভাইরাসের কারণে টোকিওতে এক বছর পিছিয়ে যাওয়া অলিম্পিক বাতিলের খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আইওসি দাবি করেছে এই খবর ঠিক নয়, গুজব। WHO-র সঙ্গে করোনার ভ্যাকসিন নিয়ে কথাবার্তা চালাচ্ছে আইওসি। ভ্যাকসিন টোকিও পৌঁছানোর পর নাকি নিজেদের দেশেই ভ্যাকসিন নিয়ে অলিম্পিকে অংশগ্রহণ করবেন অ্যাথলিটরা এই নিয়ে অবশ্য আলোচনা চলছে।

আরও পড়ুন - IPL 2021: ইংল্যান্ড সিরিজের মাঝেই IPL-এর নিলাম! কবে, কোথায়? জেনে নিন

এসবের মাঝেই অ্যাথলেটিকস চিফ Lord Coe  জানিয়েছেন, প্রয়োজনে দর্শক ছাড়া, ক্লোজড ডোর হবে অলিম্পিক্স। ২০২০ সালের ২৪ জুলাই থেকে অলিম্পিক হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা একবছর পিছিয়ে গিয়েছে। ২০২১ সালের ২৩ জুলাই থেকে শুরু হবে অলিম্পিক্স।

আরও পড়ুন - ব্রিসবেনে সিরিজ জয়ের পর ড্রেসিংরুমে টিম স্পিরিটের কথাই বলেন Ajinkya Rahane

.