Tokyo 2020: ১১৩ পদকে শীর্ষে আমেরিকা, ভারতের সেরা অলিম্পিক্স পারফরম্যান্স
এবারও পদক তালিকায় দাপট দেখাল আমেরিকা ও চিন।
নিজস্ব প্রতিবেদন: এবারের মতো অলিম্পিক্স (Tokyo 2020) শেষ। সূর্যোদয়ের দেশে অলিম্পিক্সের সূর্য ডুবল। মাঝে আর ১০৮৩ দিন। পরের অলিম্পিক্স ২০২৪ প্যারিস। রবিবার অর্থাৎ আজ ভারতের পতাকাবাহক ছিলেন টোকিওতে ব্রোঞ্জ জয়ী বজরং পুনিয়া।
(@Tokyo2020) August 8, 2021
এবারও পদক তালিকায় দাপট দেখাল আমেরিকা ও চিন। ১১৩টি পদক ( ৩৯টি সোনা, ৪১টি রুপো ও ৩৩টি ব্রোঞ্জ) নিয়ে পদক তালিকায় মগডালে থাকল আমেরিকা। দুয়ে চিন। তাদের ঝুলিতে ৮৮টি পদক (৩৮টি সোনা, ৩২টি রুপো ও ১৮টি ব্রোঞ্জ)। তিনে আয়োজক দেশ জাপান। ৫৮টি পদক এসেছে তাদের (২৭টি সোনা,১৪টি রুপো ও ১৭টি ব্রোঞ্জ)।
আরও পড়ুন: নীরজ নাম হ্যায় মেরা, Neeraj Chopra', বলছেন Prem Chopra!
(@ddsportschannel) August 8, 2021
(@ddsportschannel) August 8, 2021
অলিম্পিক্স ইতিহাসে ভারতের সেরা পারফরম্যান্সের সাক্ষী থাকল টোকিও। ভারত এবার ৭ টি পদক জিতেছে। এর আগে ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে ভারত জিতেছিল জিতেছিল হাফ জজন পদক।
দেখে নেওয়া যাক এবারের ভারতীয়দের পারফরম্যান্স:
নীরজ চোপড়া (জ্যাভেলিনে সোনা)
মীরাবাঈ চানু (৪৯ কেজি ভারোত্তোলনে রুপো)
রবি দাহিয়া (৫৭ কেজি ভারোত্তোলনে রুপো)
ভারতীয় পুরুষ হকি দলের ব্রোঞ্জ লভলিনা বড়গোহাঁই (মহিলাদের ওয়াল্টারওয়েট বক্সিং)
পিভি সিন্ধু (মহিলা সিঙ্গলসের ব্যাডমিন্টনে ব্রোঞ্জ)
বজরং পুনিয়া (ফ্রিস্টাইল কুস্তির ৬৫ কেজিতে ব্রোঞ্জ)
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)