'নীরজ নাম হ্যায় মেরা, Neeraj Chopra', বলছেন Prem Chopra!

প্রেম চোপড়া ভিডিয়োতে চেনা স্টাইলেই শুভেচ্ছা জানান নীরজকে।

Updated By: Aug 8, 2021, 06:34 PM IST
'নীরজ নাম হ্যায় মেরা, Neeraj Chopra', বলছেন Prem Chopra!

নিজস্ব প্রতিবেদন: নীরজ চোপড়াকে (Neeraj Chopra) শুভেচ্ছা জানালেন প্রেম চোপড়া (Prem Chopra)! পদবীর মিল থাকলেও বলিউডের বিখ্যাত অভিনেতার সঙ্গে 'সোনার ছেলে' নীরজ আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ নন। নীরজের সাফল্যে প্রেম চোপড়া তাঁকে দুরন্ত স্টাইলেই শুভেচ্ছা জানালেন। যে ভিডিয়ো শেয়ার করলেন অবসরপ্রাপ্ত লেফ্টেনান্ট জেনারেল বিনোদ ভাটিয়া তাঁর টুইটার হ্যান্ডেলে।

প্রেম চোপড়া ভিডিয়োতে চেনা স্টাইলেই বলা শুরু করেন, "সারি দুনিয়া জানতি হ্যায় মুঝে, প্রেম নাম হ্যায় মেরা, প্রেম চোপড়া! লেকিন নীরজ আজ তুনে মৌসম বদল দিয়া। আজ বাকি দুনিয়া বোলেগি, নীরজ নাম হ্যায় মেরা, নীরজ চোপড়া।" (বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, গোটা বিশ্ব আমাকে জানে, আমার নাম প্রেম, প্রেম চোপড়া আমার নাম। কিন্তু নীরজ তুমি আজ আবহাওয়া বদলে দিলে। আজ সারা পৃথিবী বলবে নীরজ আমার নাম, নীরজ চোপড়া।) খলচরিত্রে বলিউড কাঁপানো প্রেম চোপড়া আরও বলেন, “নীরজ তোমার জন্য গর্বিত। তুমি সোনা এনে দেশকে মর্যাদা দিয়েছ। শুভেচ্ছা তোমাকে ও তোমার পরিবারকে। গোটা দেশ তোমার জন্য গর্বিত।"

আরও পড়ুন: Neeraj Chopra: নীরজের বাড়িতে চলছে উৎসব! সোনার ছেলের ঘরে ফেরার অপেক্ষা শুধু

অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান। ১৩৩ কোটি ভারতবাসীর মুখে হাসি ফুটিয়েছেন নীরজ চোপড়া। গোটা দেশ আজ থেকে তাঁকে গোল্ডেন বয় বা সোনার ছেলে নামেই ডাকছে নীরজকে। শনিবার টোকিও থেকে দেশকে জ্যাভলিনে সোনা এনে দিয়েছেন নীরজ। অ্যাথলেটিক্সেও দেশকে প্রথম সোনা এনে দিয়েছেন তিনি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.