Tokyo Olympics 2020: চোখে চোখ রেখে লড়েও ব্রোঞ্জ হাতছাড়া, হারলেন গল্ফার Aditi Ashok

চতুর্থ স্থানে শেষ করলেন ভারতীয় গল্ফার।

Updated By: Aug 7, 2021, 11:16 AM IST
Tokyo Olympics 2020: চোখে চোখ রেখে লড়েও ব্রোঞ্জ হাতছাড়া, হারলেন গল্ফার Aditi Ashok

নিজস্ব প্রতিবেদন: Tokyo Olympics 2020-এর মঞ্চে অল্পের জন্য ভারতের হাতছাড়া হল আরও একটি পদক। হেরে গেলেন গল্ফার অদিতি অশোক (Aditi Ashok)। চতুর্থ স্থানে শেষ করলেন ২৩ বছরের এই তরুণী। চোখে চোখ রেখে লড়াই করলেন বিশ্বের এক নম্বর তথা আমেরিকার Nelly Korda এবং প্রাক্তর এক নম্বর খেলোয়াড় নিউজিল্যান্ডের Lydia Ko-র সঙ্গে।

Tokyo Olympics 2020-এ গল্ফে প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় রাউন্ডে যুগ্মভাবে দ্বিতীয় স্থান ছিলেন অদিতি অশোক (Aditi Ashok)। তৃতীয় রাউন্ডের শেষে এককভাবে দ্বিতীয় স্থান দখল করেন তিনি। এরপরই তাঁকে ঘিরে রুপো জয়ের স্বপ্ন দেখতে শুরু করে গোটা দেশ। তবে শেষ রাউন্ডে জোরদার লড়াই করেও শেষরক্ষা করতে পারলেন না বছর ২৩-এর এই ভারতীয় গল্ফার। Rio Olympics-এর আসরে সর্বকনিষ্ঠ গল্ফার হিসেবে অংশগ্রহণ করে সকলের নজরে এসেছিলেন অদিতি। সেবার ৪১তম স্থানে শেষ করেছিলেন তিনি। তবে এবারের অলিম্পিক্সে ঝোড়ো ফর্মে ছিলেন তিনি।

#Tokyo2020 Golfer Aditi Ashok puts on a brilliant show, finishes 4th. pic.twitter.com/4qPHfgyUst

— ANI (@ANI) August 7, 2021

.