Tokyo Olympics 2020: সাতে শেষ করে বিদায় নিলেন Saurabh Chaudhary

শুটিংয়ে ফের হৃদয়ভঙ্গ ভারতের।

Updated By: Jul 24, 2021, 01:31 PM IST
Tokyo Olympics 2020: সাতে শেষ করে বিদায় নিলেন Saurabh Chaudhary

নিজস্ব প্রতিবেদন: বিশ্বের ২ নম্বর শুটার সৌরভ চৌধুরি (Saurabh Chaudhary) আশা জাগিয়েও প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেন টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics 2020)। শনিবার ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তলের কোয়ালিফিকেশন রাউন্ডে শীর্ষ স্থানাধিকারী হয়েও এইট শুটার ফাইনালে ইভেন্ট শেষ করলেন তিনি সাত নম্বরে।

ছেলেদের এই ইভেন্ট থেকে ছিটকে গেলেন তিনি। ছ'নম্বর স্থানের জন্য শুটআউটে সৌরভ ১০.৬ ও ৯.৮ শট নিয়ে ১৩৭.৪ স্কোর করেন। কিন্তু তার প্রতিদ্বন্দ্বী চিনের বাওয়েন ঝাং ১৩৭.৭ পয়েন্টে তাঁকে মাত করেন।

আরও পড়ুন: Tokyo Olympics 2020: ভারতকে ভারোত্তোলনে রুপো জিতিয়ে ইতিহাস লিখলেন Mirabai Chanu

অন্যদিকে বিশ্বের এক নম্বর এলাভেনিল ভালারিভান (Elavenil Valarivan) ও বিশ্বরেকর্ড করা অপূর্বী চান্ডেলা (Apurvi Chandela) শনিবার মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারেননি। ভারতের শুটিংয়ের পারফরম্যান্স হতাশাজনক হলো বলাই যায়।

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.