COVID-19 যোদ্ধাদের ঐতিহাসিক ব্রোঞ্জ উৎসর্গ করলেন ক্যাপ্টেন Manpreet Singh

এদিন জোড়া গোল করে ম্যাচের নায়ক হয়ে যান সিমরণজিৎ। 

Updated By: Aug 5, 2021, 02:03 PM IST
COVID-19 যোদ্ধাদের ঐতিহাসিক ব্রোঞ্জ উৎসর্গ করলেন ক্যাপ্টেন Manpreet Singh

নিজস্ব প্রতিবেদন: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। প্রায় চার দশক পর অলিম্পিক্সে ভারতীয় হকি দল পদক জিতেছে। বৃহস্পতিবার ভারত ৫-৪ গোলে জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ জিতে দেশকে গর্বিত করেছে। মনপ্রীত-শ্রীজেশদের টিমের হাত ধরে ভারত ইতিহাস লিখেছে টোকিওতে।

ঐতিহাসিক এই ব্রোঞ্জ জয় দেশের কোভিড যোদ্ধাদের উৎসর্গ করলেন ক্যাপ্টেন মনপ্রীত সিং। ম্যাচের পর তিনি বলেন, “এই পদক দেশের সকল কোভিড যোদ্ধা ও ফ্রন্টলাইন কর্মীদের জন্য উৎসর্গীকৃত।” 

আরও পড়ুন: Ravi Kumar: 'প্রতিদ্বন্দ্বীর লজ্জিত হওয়া উচিত!' কামড় কাণ্ডে Virender Sehwag

এদিন জোড়া গোল করে ম্যাচের নায়ক হয়ে যান সিমরণজিৎ। দলের হয়ে স্কোরশিটে নাম লিখিয়েছেন হার্দিক সিং, হরমনপ্রীত সিং ও রুপিন্দর পাল সিং। ১৯৮০ সালে সোনা জেতার পর প্রথমবার হকিতে পদক পেল ভারত। শুরুতে পিছিয়ে গেলেও শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে অনন্য জয় তুলে আনে মনপ্রীতের ভারত। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.