Ravi Kumar: 'প্রতিদ্বন্দ্বীর লজ্জিত হওয়া উচিত!' কামড় কাণ্ডে Virender Sehwag

সেমিফাইনাল ম্যাচের পরেই সোশ্যাল মিডিয়ায় একটি দৃশ্য ভাইরাল হয়েছে

Updated By: Aug 5, 2021, 01:29 PM IST
Ravi Kumar: 'প্রতিদ্বন্দ্বীর লজ্জিত হওয়া উচিত!' কামড় কাণ্ডে Virender Sehwag

নিজস্ব প্রতিবেদন: কুস্তিতে ভারতের পদক নিশ্চিত করেছেন রবি কুমার দাহিয়া (Ravi Kumar Dahiya)। টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics 2020) ৫৭ কেজি (ফ্রিস্টাইল) বিভাগে কুস্তিতে ভারতের রবির প্যাঁচে কুপোকাত হয়েছেন কাজাখস্তানের নুরিস্লাম সানায়েভকে (Nurislam Sanayev)।

সেমিফাইনাল ম্যাচের পরেই সোশ্যাল মিডিয়ায় একটি দৃশ্য ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে, রবির সঙ্গে লড়াইয়ে না-পেরে তাঁর বাইসেপে কামড় বসিয়েছেন নুরিস্লাম। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেট তারকা বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag)। টুইটারে তিনি ধুয়ে দিয়েছেন নুরিস্লামকে।

আরও পড়ুন: Tokyo 2020: মনপ্রীতদের ঐতিহাসিক দিনে টুইটে আবেগ বিস্ফোরণ Sachin ও Shah Rukh দের

বীরু টুইটারে রবির প্রশংসা ও প্রতিপক্ষের সমালোচনা করে লেখেন, "এটা অন্যায়, রবির স্পিরিটে আঘাত হানতে না পেরে ও হাতে কামড়ে দিল। লজ্জাজনক কাজ করেছে পরাজিত কাজাখ নুরিস্লাম সানায়েভ। দারুণ খেলেছ রবি তুমি। বুক চওড়া করে লড়েছ তুমি।"আজ অর্থাৎ বৃহস্পতিবার ফাইনালে রবির মুখোমুখি টানা দু'বারের বিশ্বচ্যাম্পিয়ন জাভুর উগুয়েভ। এদিন সোনার পদকের লড়াইয়ে নামছেন রবি। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.