টোলগের গোল, বাগানে স্বস্তির জয়

ইদানিং হারটা এত অভ্যাস হয়ে গেছে যে কোনও দিন মোহনবাগানের জয়ের খবরটা ব্রেকিং নিউজে অনায়াসে জায়গা পেয়ে যাবে। আর সেই জয়ে যদি গোলদাতার নাম হিসাবে টোলগে থাকেন তাহলে কথাই নেই। বডদিনের পরদিন কলকাতা প্রিমিয়ার লিগের খেলায় ঠিক তাই হল। মোহনবাগান বড় জয় পেল। তার চেয়েও বড় কথা কোটি টাকার স্ট্রাইকার যাকে নিয়ে মরসুমে আগে একেবারে যুদ্ধ করতে হল সেই টোলগে গোল পেলেন। মোহনবাগান ৪-০ গোল জিতল পুলিস এসির বিরুদ্ধে।

Updated By: Dec 26, 2012, 06:10 PM IST

মোহনবাগান (৪) পুলিস এসি (০)
ইদানিং হারটা এত অভ্যাস হয়ে গেছে যে কোনও দিন মোহনবাগানের জয়ের খবরটা ব্রেকিং নিউজে অনায়াসে জায়গা পেয়ে যাবে। আর সেই জয়ে যদি গোলদাতার নাম হিসাবে টোলগে থাকেন তাহলে কথাই নেই। বডদিনের পরদিন কলকাতা প্রিমিয়ার লিগের খেলায় ঠিক তাই হল। মোহনবাগান বড় জয় পেল। তার চেয়েও বড় কথা কোটি টাকার স্ট্রাইকার যাকে নিয়ে মরসুমে আগে একেবারে যুদ্ধ করতে হল সেই টোলগে গোল পেলেন। মোহনবাগান ৪-০ গোল জিতল পুলিস এসির বিরুদ্ধে।
মহামেডানের কাছে হারের পর পুলিস এসির বিরুদ্ধে শুরু থেকেই একেবারে ঝাঁপিয়ে পড়ে মোহনবাগান। ম্যাচের আট মিনিটেই প্রথম গোল নির্মল ছেত্রীর। এরপর রাকেশ মাসি, স্ট্যানলির গোল। খেলা শেষ হওয়ার মিনিট দশেক আগে ঘটল সেই তাত্‍পর্যের ঘটনা। সারা মরসুম যাকে গোলদাতার তালিকায় দেখতে চেয়েছিলেন বাগান সমর্থকরা, সেই টোলগে গোল পেলেন এমন একটা সময় যখন তার দল জানে না আদেও আই লিগে এবার আর খেলতে পারবে কিনা। তবু গোল গোলই, বছরের শেষে সান্টার গিফট বাগানে। চোট সারিয়ে গোল বাগানে। গোলদাতা টোলগে।

.