সবুজ-মেরুন শিবিরে টোলগে
জল্পনার অবসান ঘটিয়ে মোহনবাগানেই যোগ দিলেন অসি গোলমেশিন টোলগে ওজবে। সোমবার মহামেডন স্পোর্টিং-এর বিরুদ্ধে ৪ গোল দিয়ে ইস্টবেঙ্গলকে কলকাতা লিগ এনে দিয়েই মোহনবাগান শিবিরে যোগ দিলেন।
জল্পনার অবসান ঘটিয়ে মোহনবাগানেই যোগ দিলেন অসি গোলমেশিন টোলগে ওজবে। সোমবার মহামেডন স্পোর্টিং-এর বিরুদ্ধে ৪ গোল দিয়ে ইস্টবেঙ্গলকে কলকাতা লিগ এনে দিয়েই মোহনবাগান শিবিরে যোগ দিলেন।
সোমবার মোহনবাগান সভাপতি টুটু বসুর বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হন টোলগে। মোহনবাগানের হয়ে টোলগের প্রথম আত্মপ্রকাশের দিনই অর্থসচিবের ঘোষণা, আগামী মরসুমে দশ নম্বর জার্সি পরে খেলবেন টোলগে।
আগামী শুক্রবার ব্যারেটো টোলগের হাতে তুলে দেবেন দশ নম্বর জার্সি। সাংবাদিক সম্মেলনে এসে টোলগে জানান, ওডাফার সঙ্গে খেলতে মুখিয়ে রয়েছেনন তিনি।