ফুটবলার, কর্তা মিলিয়ে ৩৮ জন করোনা আক্রান্ত, ব্রাজিলের বিখ্যাত ক্লাবে হুলস্থূল
২০১৯ সালে কোপা লিবের্তাদোরেস জিতেছিল ব্রাজিলের বিখ্যাত ক্লাব।
![ফুটবলার, কর্তা মিলিয়ে ৩৮ জন করোনা আক্রান্ত, ব্রাজিলের বিখ্যাত ক্লাবে হুলস্থূল ফুটবলার, কর্তা মিলিয়ে ৩৮ জন করোনা আক্রান্ত, ব্রাজিলের বিখ্যাত ক্লাবে হুলস্থূল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/05/08/249026-fle.gif)
নিজস্ব প্রতিবেদন— এক ক্লাবে ফুটবলার, কর্তা মিলিয়ে মোট ৩৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। সম্প্রতি এমন ঘটনা বিশ্ব ফুটবলে দেখা যায়নি। ইতালি, স্পেনে একাধিক ফুটবলারের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছিল। কিন্তু একই ক্লাবের এতজনের মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর এই প্রথম। ব্রাজিলের ক্লাব ফ্লেমিঙ্গোতে ফুটবল বন্ধ ছিল করোনা পরিস্থিতির পর থেকে। অনুশীলন শুরু আগে চলছিল ফুটবলারদের করোনা টেস্ট। তখনই ফুটবলার, কোচিং স্টাফ ও কর্তা মিলিয়ে মোট ৩৮ জনের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ে।
২০১৯ সালে কোপা লিবের্তাদোরেস জিতেছিল ব্রাজিলের বিখ্যাত ক্লাব ফ্লেমিঙ্গো। সেই দলের মোট ২৯৩ জনের করোনা টেস্ট করানো হয়েছিল। তার মধ্যে ৩৮ জনের রিপোর্ট পজিটিভ হয়েছে। ফ্লেমিঙ্গো দলের প্রথম একাদেশ খেলা তিনজন ফুটবলার করেনায় আক্রান্ত। ক্লাবের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, যে সব ফুটবলার ও কর্তারা করোনা পজিটিভ হয়েছেন তাঁদের আইসোলেশনে পাঠানো হবে। এমনকী তাঁদের পরিবারের সকলকেও কোয়ারেন্টিনে পাঠানো হবে। এর পর নিয়মিত পরীক্ষার পর রেজাল্ট নেগেঠিভ হলে তবেই ফুটবলার ও কর্তাদের ফেরানো হবে।
আরও পড়ুন— লা লিগায় কবে মাঠে নামছেন মেসিরা, জেনে নিন
এর মধ্যে ইতালির ক্লাব ফিওরেন্তিনা ও সাম্পদোরিয়াতে মোট দশ জন করোনা পজিটিভ হয়েছেন। তবে ব্রাজিলের ক্লাবের অবস্থা সব থেকে খারাপ। উপসর্গ না থাকলেও অনেক ফুটবলারের শরীরেই করোনার উপস্থিতি ধরা পড়েছে। যা কি না আরও বেশি চিন্তার ব্যাপার। সামনের মাস থেকে মাঠে ফেরার জন্য তোড়জোর শুরু করেছে ইতালির ক্লাবগুলি। এর মধ্যে সিরি আ—তে খেলা ক্লাবগুলির ফুটবলারদের নতুন করে করোনায় আক্রান্ত হওয়ায় দুশ্চিন্তা বাড়ছে।