ক্যারিবিয়ানদের হারিয়ে ফাইনালের আশা জিইয়ে রাখলেন কোহলিরা

ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আশা জিইয়ে রাখল টিম ইন্ডিয়া। শুক্রবার কুইন`স পার্কে কোহলির দল ওভালে গতকাল ১০২ রানে হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজকে।

Updated By: Jul 6, 2013, 09:57 AM IST

ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আশা জিইয়ে রাখল টিম ইন্ডিয়া। শুক্রবার কুইন`স পার্কে কোহলির দল ওভালে গতকাল ১০২ রানে হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজকে।
অধিনায়ক বিরাট কোহলির ৮৩ বলে ঝোড়ো ১৭১ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট খুইয়ে ভারত ৩১১ রান তোলে। এরপর বৃষ্টি শুরু হয়। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে গেইলদের টার্গেট দাঁড়ায় ৩৯ ওভারে ২৭৪। কিন্তু ভারতীয় বোলারদের দাপটে ৩৪ ওভারে মাত্র ১৭১ রানেই গুটিয়ে যায় ক্যারিবিয়ানদের ইনিংস।
যদিও এখনও পয়েন্টের বিচারে টেবিলে ৯ পয়েন্ট পেয়ে শীর্ষে আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজ। ফাইনালে খেলার ছাড়পত্র ইতিমধ্যেই পেয়ে গেছেন গেইলরা। অন্যদিকে, ভারত আর শ্রীলঙ্কা দু`দেশই পাঁচ পয়েন্ট পেয়েছে। কিন্তু নেট রান নেটের নিরিখে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা।
রহিত শর্মা (৪৬) ও শিখর ধাওয়ান (৬৯) ভারতের শুরুটাই জোরদার করেন। তাঁদের তৈরি ভিতেই রানের পাহাড় গড়ে তোলেন কোহলি।
ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন উমেশ যাদব ও ভুবনেশ্বর কুমার।

.