COVID-19: ১৪ দিনের মধ্যে মা ও বোনকে হারালেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার

ভাগ্যের করুণ পরিহাস একেই বলে! 

Updated By: May 6, 2021, 07:21 PM IST
COVID-19: ১৪ দিনের মধ্যে মা ও বোনকে হারালেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদন: ভাগ্যের করুণ পরিহাস একেই বলে! করোনা বিধ্বস্ত ভারতে আজ এক ক্রিকেট তারকার পরিবারেও শোকের ছায়া। ১৪ দিনের মধ্যে মা ও বোনকে হারালেন বেদা কৃষ্ণমূর্তি (Veda Krishnamurthy) মাত্র ২ সপ্তাহের মধ্যে দুই প্রিয় মানুষ করোনাক্রান্ত হয়ে চলে গেলেন বেদার জীবন থেকে। গত ২৪ এপ্রিল বেদা মাতৃহারা হওয়ার বার্তা টুইটারে দেওয়ার সময়ই জানিয়ে ছিলেন যে, তিনি নিজে করোনা নেগেটিভ, কিন্তু তাঁর বোনের জন্য এখন সকলে প্রার্থনা করছে। সেই বোনও গত বৃহস্পতিবার বেদাদের ছেড়ে চলে যান। 

আরও পড়ুন: জন্মদিন স্মরণীয় করে রাখলেন Laxmi Ratan, IPL উপার্জনের পুরো অর্থ দিলেন মুখ্যমন্ত্রীর তহবিলে

ভারতীয় মহিলা দলের অলরাউন্ডার বেদা ২০১১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ অভিষেক করেন। ৪৮টি একদিনের ম্যাচ এবং ৭৬টি টি২০ ম্যাচ খেলেছেন ২৮ বছরের কর্ণাটকের কন্যা। ঘরোয়া ক্রিকেটে রেলের হয়ে খেলা বেদা একদিনের ক্রিকেটে শেষ ম্যাচ খেলেছেন ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে। কুড়ি ওভারের ফর্ম্যাটে দেশের হয়ে শেষ ম্যাচ খেলেছেন ২০২০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ব্যাট হাতে মিডল অর্ডারে ঝড় তুলতে পারা বেদা একজন বিশ্বমানের ফিল্ডারও। বেদা নিজের মনের এই কঠিন পরিস্থিতিতেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাঁর টুইট দেখলেই বোঝা যাবে সে কথা। কখনও কারোর অক্সিজেন তো কখনও কারোর হাসপাতালে বেড প্রয়োজন বলে টুইট করেছেন বেদা।

.