দেখুন: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের পর কী ভাবে সেলিব্রেট করলেন বয়েজ ইন ব্লু
এদিন প্রথমে ব্যাট করে ২০১৬ রান করে অস্ট্রেলিয়া। জবাবে মাত্র ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যান পৃথ্বী শাহরা। ভারতের মনজোত কারলার ১০১ রানে অপরাজিত ইনিংস ভারতের জয়ের মূল্য ভিত্তি তৈরি করে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দ্বিতীয় ভারতীয় হিসাবে শতরান পেলেন মনজোত।
ওয়েব ডেস্ক: শনিবারই অস্ট্রেলিয়াকে ধরাশায়ী করে নিউ জিল্যান্ডের মাটিতে চতুর্থবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ঘরে তুলেছে ভারত। ব্যাটে বলে এদিন ভারতের পারফর্মেন্স ছিল চোখে পড়ার মতো। রাহুল দ্রাভিড়ের নেতৃত্বে ভারতের ছেলেদের এই কৃতিত্বে প্রশংসায় পঞ্চমুখ গোটা দেশ। ওদিকে মাউন্ট মাউঙ্গানুইয়ের ওভালে ম্যাচ শেষ হতেই উল্লাসে মাতে 'বয়েজ ইন ব্লু'।
এদিন প্রথমে ব্যাট করে ২০১৬ রান করে অস্ট্রেলিয়া। জবাবে মাত্র ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যান পৃথ্বী শাহরা। ভারতের মনজোত কারলার ১০১ রানে অপরাজিত ইনিংস ভারতের জয়ের মূল্য ভিত্তি তৈরি করে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দ্বিতীয় ভারতীয় হিসাবে শতরান পেলেন মনজোত।
জয়ের পর অভিনব উপায়ে উল্লাসে মাতে টিম ইন্ডিয়া। ম্যাচ শেষ হওয়ার আগেই একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে ছিলেন ভারতের ছেলেরা। জয়সূচক স্ট্রোকে হার্বিক দেশাই বল বাউন্ডারির বাইরে পাঠাতেই তাদের দিকে ছুট লাগান অন্যরা।
Absolutely WILD celebrations! CHAMPIONS! #U19CWC pic.twitter.com/Zcr3rXaT0w
— Cricket World Cup (@cricketworldcup) February 3, 2018
জয়ের পর কী বললেন কোচ রাহুল দ্রাভিড়?
To me, this is the moment of #U19CWCFinal pic.twitter.com/RhuxWAl8zD
— Ravi Maestri (@ravimaestri) February 3, 2018
Celebration Time#U19WorldCupFinal #U19WorldCup pic.twitter.com/LbCkpIlWou
— Cricketopia (@CricketopiaCom) February 3, 2018
When Our Boys Take Over #U19WorldCup Trophy to HeadCoach "WALL" and Celebrated,The Who Made Their Dream Comes True #TeamIndia #U19CWC #CHAMPIONS pic.twitter.com/fviOzgLOeh
— மெட்ராஸ்காரன் (@RajeshTwtz) February 3, 2018