UEFA Champions League Final 2023: মধ্য রাতে মহারণ! কখন, কোথায়, কীভাবে দেখবেন ম্যান সিটি-ইন্টার মিলান ডুয়েল

দুই দলের কোচ অবশ্য সমীহ করেছেন প্রতিপক্ষকে। তাদের একজন সিমোনে ইনজাঘির চোখ ১৩ বছরের অপেক্ষা ঘোচানোর; আরেকজন পেপ গুয়ার্দিওলার স্রেফ আক্ষেপ মেটানোর। গুয়ার্দিওলা কিংবা ইনজাঘি দুজনের চোখও চ্যাম্পিয়নস লিগ শিরোপায়।  

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Jun 10, 2023, 03:03 PM IST
UEFA Champions League Final 2023: মধ্য রাতে মহারণ! কখন, কোথায়, কীভাবে দেখবেন ম্যান সিটি-ইন্টার মিলান ডুয়েল
কোথায় দেখবেন মহারণ? জেনে নিন খুঁটিনাটি।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে সেই প্রতীক্ষিত ম্যাচ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে (UEFA Champions League Final) মুখোমুখি ম্যানচেস্টার সিটি (Manchester City) বনাম ইন্টার মিলান (Inter Milan)। ম্যনচেস্টার সিটির সামনে এই প্রথমবার ইউরোপসেরা হওয়ার সুযোগ। অন্যদিকে ১৩ বছরের অপেক্ষা ঘুচিয়ে চতুর্থ শিরোপা ঘরে তুলতে চাইছে ইন্টার মিলান। এছাড়াও পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) সিটির সামনে ইংল্যান্ডের দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ‘ট্রেবল’ জয়ের হাতছানি। 

শনিবার ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত ১২:৩০টায়। ইউরোপের নতুন চ্যাম্পিয়ন খোঁজার অপেক্ষা আর কয়েক ঘণ্টার। 

দুই দলের কোচ অবশ্য সমীহ করেছেন প্রতিপক্ষকে। তাদের একজন সিমোনে ইনজাঘির চোখ ১৩ বছরের অপেক্ষা ঘোচানোর; আরেকজন পেপ গুয়ার্দিওলার স্রেফ আক্ষেপ মেটানোর। গুয়ার্দিওলা কিংবা ইনজাঘি দুজনের চোখও চ্যাম্পিয়নস লিগ শিরোপায়।

আরও পড়ুন: Intercontinental Cup, IND vs MNG: ছাংতে, সাহালের গোলে চেঙ্গিজ খাঁ-র দেশের বিরুদ্ধে দুই গোলে জিতল সুনীলের ভারত

আরও পড়ুন: Lionel Messi VS Xavi: বন্ধুত্বে চিড়! ইন্টার মিয়ামিতে যেতেই মেসিকে খোঁচা দিলেন জাভি, কী বললেন?

ইন্টার মিলান সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছিল ২০০৯-১০ মরসুমে, সেবার চ্যাম্পিয়নও হয়েছিল নেরাজ্জুরিরা। ১৩ বছর পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার মঞ্চ নিশ্চিত করেছে তারা। তিনবারের ইউরোপসেরা ইন্টার ২০১২ ও ২০১৮ সালে টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি, আর নকআউট পর্বে ফিরেছে গত মরসুমে। চলতি মরসুমে ইতমধ্যে দুটি ট্রফি ঘরে তুলেছে মিলানের দলটি। সুপারকোপা ইতালিয়ানা এবং কোপ্পা ইতালিয়ানা জেতা দলটির সামনে এবার তৃতীয় ট্রফি জেতার সুযোগ রয়েছে ম্যান সিটি-র সামনে। 

কবে আর কোথায় অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল?

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি ম্যানচেস্টার সিটি বনাম ইন্টার মিলান। ম্য়াচ আয়োজিত হবে ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে। 

কোন সময় অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল? 

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কিক অফ হবে শনিবার রাত ১২টা ৩০ মিনিটে (ভারতে রবিবার রাত)।
 
কোন চ্যানেলে দেখা যাবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল?

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটি বনাম ইন্টার মিলান ম্যাচ সম্প্রচারিত হবে একাধিক টিভি চ্যানেলে। ভারতের ফ্যানরা TEN 2, Sony TEN 2 HD, Sony TEN 3 ও Sony TEN 4 চ্যানেলে এই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখতে পাবে।

অনলাইনে কীভাবে স্ট্রিম করে দেখা যাবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল?

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ ভারতে অনলাইলে দেখা যাবে SonyLiv স্ট্রিম করে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.