এবার EURO 2020 কোয়ার্টার ফাইনাল, লড়াইয়ে Czech vs Denmark ও Ukraine vs England

ইংল্যান্ড চলতি ইউরোর একমাত্র টিম যারা এখনও কোনও গোল হজম করেনি। 

Updated By: Jul 3, 2021, 08:24 PM IST
এবার EURO 2020 কোয়ার্টার ফাইনাল, লড়াইয়ে Czech vs Denmark ও Ukraine vs England

নিজস্ব প্রতিবেদন: চলতি ইউরো (UEFA EURO 2020) পেয়ে গিয়েছে দুই সেমিফাইনালিস্টকে। স্পেন-ইটালি এবার লড়াই করবে শেষ চারে। শনিবার অর্থাৎ আজ আরও দুই সেমিফাইনালিস্টকে খুঁজে নেবে ইউরো। আর কিছুক্ষণ পরেই জোড়া কোয়ার্টার ফাইনাল। মাঠে নামছে চেক প্রজাতন্ত্র-ডেনমার্ক (Czech Republic vs Denmark) ও ইউক্রেন-ইংল্যান্ড (Ukraine vs England)। ভারতীয় সময়ে আজ রাত ৯টা ৩০ মিনিটে আজারবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামে মুখোমুখি চেক-ডেনমার্ক। আর তার পরের ম্যাচেই রাত ১২টা ৩০ মিনিটে ইউক্রেন-ইংল্যান্ড খেলবে রোমের স্তাদিও অলিম্পিকোতে।

আরও পড়ুন: UEFA EURO 2020: টাইব্রেকারে জিতে সেমি ফাইনালে Spain, থামল সুইসদের লড়াই

চেক প্রি-কোয়ার্টারে নেদারল্যান্ডসকে হারিয়ে চমকে দিয়েছে। এবার তাদের সামনে ডেনমার্ক। অন্যদিকে ইংল্যান্ড অত্যন্ত পজিটিভ ফুটবল খেলে জার্মানিকে হারিয়ে শেষ আটের লড়াইয়ে নেমেছে। ডেনমার্ক শেষ ষোলোর লড়াইয়ে ৪-০ গোলে জিতেছিল ওয়েলসের বিরুদ্ধে। তাদের অসাধারণ দৌড় মনে ধরেছে ফুটবল ফ্যানেদের। নেদারল্যান্ডসের বিরুদ্ধে জিতে চেকরা আত্মবিশ্বাসে ফুটছে। ইংল্যান্ড চলতি ইউরোর একমাত্র টিম যারা এখনও কোনও গোল হজম করেনি। জার্মানির বিরুদ্ধে তাদের অধিনায়ক হ্যারি কেন চলতি ইউরোর প্রথম গোল পেয়েছে। ইংল্যান্ড চাইবে এবার ফাইনালে যেতেই। শেষবার ১৯৯৬ সালে ইংল্যান্ড ইউরোর শেষ চারে উঠেছিল। জার্মানির কাছে পেনাল্টিতে হেরে বিদায় নিতে হয়েছিল। এবার দেখার আজ কোন দুই দল পৌঁছে যায় সেমিফাইনালে।

আরও পড়ুন: Euro 2020: ছিটকে গেল Belgium, ১ গোলে জিতে সেমিফাইনালে Italy

চেক-ডেনমার্ক ম্যাচ টিভিতে সম্প্রচার করবে: Sony TEN 3, SONY TEN 4 HD/SD, Sony SIX HD/SD ও Sony TEN 2 HD/SD 
ইউক্রেন-ইংল্যান্ড ম্যাচ টিভিতে সম্প্রচার করবে: Sony Six, Sony Ten 1, Sony Ten 3 ও Sony Ten 4

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.