ভাইরাস ভীতি; কুড়ির ইউরো কাপ হতে পারে একুশে!
চিনের পর ইতালিতে সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে মারণ ভাইরাস।
নিজস্ব প্রতিবেদন: ইউরোপের দেশগুলিতে করোনাভাইরাসের সংক্রমণ হু হু করে বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)এই মারণ ভাইরাসের সংক্রমণকে ইতিমধ্যেই 'বিশ্ব মহামারী' (Pandemic)আখ্যা দিয়েছে। চিনের পর ইতালিতে সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে মারণ ভাইরাস। ইউরোপ এবং আমেরিকায় দ্রুত বাড়ছে সংক্রমণ। করোনাভাইরাসের থাবায় ইউরোপের বেশিরভাগ ফুটবল লিগ। রেহাই পায় নি বিশ্ব ফুটবলের জনপ্রিয় লিগগুলি।
করোনার জেরে আগেই স্থগিত হয়ে গিয়েছে লা লিগা এবং সিরি-আ। করোনাভাইরাসের জেরে এবার স্থগিত হয়ে গেল ইংলিশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ আর ইউরোপা লিগ। এবার ইউরো কাপ আয়োজন নিয়ে আশঙ্কা দানা বাঁধছে। জুন-জুলাই মাসে ইউরোপিয়ান চ্যাম্পিয়শিপ হওয়ার কথা। ১২ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত ইউরোপের ১২টি শহরে (ভেনু) ইউরোপ সেরার আসর বসার কথা। এদিকে ইউরো কাপ নিয়ে আলোচনার জন্য মঙ্গলবারই জরুরি সভা ডেকেছে উয়েফা(UEFA)।
In the light of ongoing developments in the spread of Covid-19, UEFA has invited various stakeholders to discuss European football’s response to the outbreak.
Discussions will include all domestic and European competitions, including UEFA EURO 2020.
Full statement:
— UEFA (@UEFA) March 12, 2020
সূত্রের খবর, ইউরো চ্যাম্পিয়নশিপ ২০২০ পিছিয়ে যেতে পারে। সেক্ষেত্রে একেবারে একবছরের জন্য পিছিয়ে যেতে পারে টুর্নামেন্টটি। ১৭ মার্চ উয়েফার বৈঠকেই শিলমোহর পড়তে পারে।
আরও পড়ুন - করোনা সচেতনতায় বিরাট বার্তা, কী বললেন কিং কোহলি