উমেশের পাঁচ উইকেট
পারথ টেস্টে নজর কাড়লেন উমেশ যাদব। টেস্ট কেরিয়ারে প্রথমবার এক ইনিংসে ৫ উইকেট পেলেন ভারতের এই তরুণ পেসার। অস্ট্রেলিয়ার মেলবোর্নে নিজের অভিষেক টেস্টেই চমকপ্রদ বোলিং করেছিলেন উমেশ যাদব। সিডনি টেস্টে সেই মেজাজে পাওয়া না গেলেও, পারথে উমেশের আগুনে বোলিংই ভারতকে কিছুটা হলেও লড়াইয়ের মঞ্চ তৈরি করে দেয়।
পারথ টেস্টে নজর কাড়লেন উমেশ যাদব। টেস্ট কেরিয়ারে প্রথমবার এক ইনিংসে ৫ উইকেট পেলেন ভারতের এই তরুণ পেসার। অস্ট্রেলিয়ার মেলবোর্নে নিজের অভিষেক টেস্টেই চমকপ্রদ বোলিং করেছিলেন উমেশ যাদব। সিডনি টেস্টে সেই মেজাজে পাওয়া না গেলেও, পারথে উমেশের আগুনে বোলিংই ভারতকে কিছুটা হলেও লড়াইয়ের মঞ্চ তৈরি করে দেয়। অস্ট্রেলিয়া ওপেনিং জুটিতে ২১৪ রান যোগ করার পর, কোয়ানকে আউট করে সেই জুটি ভাঙেন উমেশই। তারপর দুরন্ত ফর্মে থাকা পন্টিংকেও প্যাভিলিয়ানের রাস্তা দেখান তরুণ এই পেসার। ক্রিজে জমে যাওয়া পিটার সিডলকেও আউট করেন উমেশ যাদবই। ১৭ ওভারে ৯৩ রান দিয়ে ৫ উইকেট দখল করেন ভারতের ইদানিংকালের সবচেয়ে প্রতিশ্রুতিমান বোলার। বিশেষজ্ঞরাও মানছেন, ভাল গাইডেন্স পেলে জাহিরের পর ভারতীয় বোলিং লাইনআপের দায়িত্ব কাঁধে নেওয়ার ক্ষমতা রাখেন উমেশ।