ত্রিদেশীয় সিরিজেও নেই যুবি
অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারতীয় দলে ঠাঁই হচ্ছে না যুবরাজ সিংয়ের। যুবি পুরোপুরি ফিট না হওয়ায়, তাঁকে দলে রাখা হচ্ছে না। এমনটাই জানিয়ে দিয়েছেন জাতীয় দলের নির্বাচকরা। ফুসফুসের টিউমারে আক্রান্ত হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন দল থেকে ছিটকে গিয়েছিলেন যুবরাজ।
অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারতীয় দলে ঠাঁই হচ্ছে না যুবরাজ সিংয়ের। যুবি পুরোপুরি ফিট না হওয়ায়, তাঁকে দলে রাখা হচ্ছে না। এমনটাই জানিয়ে দিয়েছেন জাতীয় দলের নির্বাচকরা। ফুসফুসের টিউমারে আক্রান্ত হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন দল থেকে ছিটকে গিয়েছিলেন যুবরাজ। সুস্থ হওয়ার পর বর্তমানে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস ট্রেনিংয়ে ব্যস্ত যুবরাজ। অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় সিরিজেই দলে ফিরতে মরিয়া ছিলেন ভারতের এই বাঁহাতি অলরাউন্ডার। কিন্তু এনসিএ-র থেকে পুরোপুরি ফিট সার্টিফিকেট না পাওয়ায় তাঁকে দলে না রাখার সিদ্ধান্ত নেন নির্বাচকরা। যুবরাজও জানিয়েছেন তিনি অহেতুক তাড়াহুড়ো করতে রাজি নন। পুরো ফিট হয়েই এশিয়া কাপে খেলতে চান। যুবরাজকে না পাওয়ায় বিকল্প অলরাউন্ডার খুঁজতে ব্যস্ত নির্বাচকরা। সেক্ষেত্রে উঠে আসছে ইউসুফ পাঠান, অভিষেক নায়ারদের নাম। রবিবার ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতীয় দল বাছাইয়ে বসছেন শ্রীকান্তরা। ধোনিদের ব্যর্থতা এবং সমালোচনায় দল নির্বাচনের আগে বেশ চাপে নির্বাচকরা।