যুব বিশ্বকাপের ফাইনালে যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Updated By: Oct 28, 2017, 11:42 PM IST
যুব বিশ্বকাপের ফাইনালে যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব প্রতিবেদন: যুব বিশ্বকাপের ফাইনালে যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুরে দেখলেন ব্যবস্থাপনা। কথা বললেন ফিফার আধিকারিকদের সঙ্গে।  

নব কলেবরে যুবভারতী টেক্কা দিচ্ছে বিশ্বের আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামগুলিকে। স্টেডিয়ামকে নতুন রূপে গড়ে তুলতে অন্যতম ভূমিকা নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সময়ের আগেই স্টেডিয়ামের সংস্কারের কাজ শেষ করেছে রাজ্য সরকার। আর নতুন যুবভারতী প্রশংসা আদায় করে নিয়েছে ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার। আর সেজন্য যুব বিশ্বকাপের ফাইনাল আয়োজনের দায়িত্ব পেয়েছিল বাংলার ফুটবল স্টেডিয়াম। বাংলাকে বিশ্বজনীন করাই মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য। আর শনিবার গোটা বিশ্ব দেখল বাঙালির ফুটবল উন্মাদনা। দর্শক সংখ্যায় যাবতীয় রেকর্ড ভেঙে গেল। ফাইনাল দেখলেন ৬৬,৬৮৪ জন।  

নির্বিঘ্নেই শেষ হল ফাইনাল। দর্শকরাও চিরস্মরণীয় ম্যাচ দেখে নিরাপদে বাড়ি ফিরলেন। বিশ্বকাপ আয়োজনে একশোয় একশো পেল বাংলা। কুর্নিশ এল ফিফার কাছ থেকে। 

আরও পড়ুন, যুব বিশ্বকাপে দর্শক সংখ্যায় বিশ্ব রেকর্ড ভারতের 

 

 

.