খেলার আগে কলকাতার পরিবেশ বুঝতে যুবভারতীতে চিলি যুবা দলের কোচ
কোপা আমেরিকা থেকে কনফেডারেশন কাপ। ফুটবল বিশ্বে এখন বড় শক্তি হিসেবে উঠে এসেছে চিলি। টানা দুবার লাতিন সেরা হওয়ার পাশাপাশি কনফেডে রানার্স হয়েছে এই দেশ। ভিদাল ,স্যাঞ্চেজদের উত্তরসূরিদের এবার খেলতে দেখা যাবে কলকাতায়। অনুর্ধ্ব সতেরো বিশ্বকাপে গ্রুপ লিগের ম্যাচ কলকাতায় খেলবে চিলির যুবরা। তার আগে রবিবার কলকাতার পরিবেশটা বুঝে গেলেন চিলির কোচ হার্নান কাপুতো। গ্রুপ লিগে নিজেদের ফেভারিট মানছেন না চিলির যুব দলের হেড স্যার। ৮ অক্টোবার যুবভারতীতে চিলির প্রথম প্রতিপক্ষ ইংল্যান্ড। পয়লা অক্টোবার দল নিয়ে কলকাতায় আসতে চাইছে চিলির কোচ। আরও পড়ুন- মুম্বইতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে হয়ে গেল যুব বিশ্বকাপের ড্র
ব্যুরো: কোপা আমেরিকা থেকে কনফেডারেশন কাপ। ফুটবল বিশ্বে এখন বড় শক্তি হিসেবে উঠে এসেছে চিলি। টানা দুবার লাতিন সেরা হওয়ার পাশাপাশি কনফেডে রানার্স হয়েছে এই দেশ। ভিদাল ,স্যাঞ্চেজদের উত্তরসূরিদের এবার খেলতে দেখা যাবে কলকাতায়। অনুর্ধ্ব সতেরো বিশ্বকাপে গ্রুপ লিগের ম্যাচ কলকাতায় খেলবে চিলির যুবরা। তার আগে রবিবার কলকাতার পরিবেশটা বুঝে গেলেন চিলির কোচ হার্নান কাপুতো। গ্রুপ লিগে নিজেদের ফেভারিট মানছেন না চিলির যুব দলের হেড স্যার। ৮ অক্টোবার যুবভারতীতে চিলির প্রথম প্রতিপক্ষ ইংল্যান্ড। পয়লা অক্টোবার দল নিয়ে কলকাতায় আসতে চাইছে চিলির কোচ। আরও পড়ুন- মুম্বইতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে হয়ে গেল যুব বিশ্বকাপের ড্র