Unmukt Chand: ৬৯ বলে ১৩২! আমেরিকায় আগুনে ব্যাটিং বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারতীয়র

চাঁদ গত অগাস্টে দেশের হয়ে না খেলার সিদ্ধান্ত জানিয়ে দেন বিসিসিআইকে।   

Updated By: Sep 29, 2021, 12:53 PM IST
Unmukt Chand: ৬৯ বলে ১৩২! আমেরিকায় আগুনে ব্যাটিং বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারতীয়র
উন্মুক্ত চাঁদ

নিজস্ব প্রতিবেদন: ভারত ছেড়ে আমেরিকায় চলে গিয়েছেন উন্মুক্ত চাঁদ (Unmukt Chand)। মার্কিন মুলুকে গিয়ে নিজের ছাপ রাখলেন ব্যাট হাতে। সেখানকার মাইনর লিগ ক্রিকেটে (America's Minor League Cricket) ৬৯ বলে ঝোড়ো ১৩২ রানের ইনিংস খেলে শিরোনামে বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।

চাঁদ সিলিকন ভ্যালি স্ট্রাইকার্সের (Silicon Valley Strikers) হয়ে খেলছেন মাইনর লিগে। ১৮৫ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে প্রায় একা হাতেই ম্যাচ জিতিয়ে দেন তিনি। চাঁদের ব্যাটে অস্টিন অ্যাথলেটিক্সকে (Austin Athletics) হারিয়ে কনফারেন্স ফাইনালে উঠেছে  সিলিকন ভ্যালি স্ট্রাইকার্স।

আরও পড়ুন: UEFA: জুনে Euro সেরা ইটালির মুখোমুখি Copa চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

২০১২ সালে চাঁদের অধিনায়কত্বে ভারত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল। তাঁকে বলা হতো বিরাট কোহলির উত্তরসূরী। কিন্তু চাঁদের এমনই দুর্ভাগ্য যে কখনও সিনিয়র দলে খেলার সৌভাগ্য হয়নি তাঁর। অথচ চাঁদ ৬৭টি প্রথম শ্রেণির ম্যাচে ৩৩৭৯ রান করেছেন। ১২০টি লিস্ট এ ক্রিকেটে চাঁদের ব্যাট থেকে এসেছে ৪৫০৫ রান। ৭৭টি টি-২০ ম্যাচে তিনি করেছেন ১৫৬৫ রান। ভারতে দীর্ঘদিন উপেক্ষিত বলেই চাঁদ গত অগাস্টে দেশের হয়ে না খেলার সিদ্ধান্ত জানিয়ে দেন বিসিসিআইকে। 

অবসর নেওয়ার পরদিনই চাঁদ মাইনর লিগ ক্রিকেটে সিলিকন ভ্যালি স্ট্রাইকার্সের হয়ে নাম লেখান। এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট যুক্তরাষ্ট্রের ২৭টি শহরের দল অংশ নেয়। ২৬টি ভিন্ন মাঠে দু'শোর বেশি ম্যাচ অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্টে। এখন দেখার চাঁদের ঝুলিতে এরকম আর কত ইনিংস রয়েছে!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.